Home খেলাধুলো ক্রিকেট টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের দল ঘোষণা! এলেন সঞ্জু স্যামসন, বাদ কেএল...

টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের দল ঘোষণা! এলেন সঞ্জু স্যামসন, বাদ কেএল রাহুল

0

এই বছরের জুনে ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের দল ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। সঞ্জু স্যামসন ১৫-সদস্যের দলে জায়গা পেয়েছেন, তবে কেএল রাহুল জায়গা পাননি। উল্লেখযোগ্য ভাবে, রিংকু সিংকে রিজার্ভে রেখেছেন নির্বাচকরা। রিজার্ভে থাকতে হয়েছে আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিলকেও।

রোহিত শর্মা দলের নেতৃত্ব দেবেন বলে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য বল হাতে নিজের ততটা চিত্তাকর্ষক ফর্ম না থাকা সত্ত্বেও দলের সহ-অধিনায়ক হিসেবে দলে এসেছেন। এদিকে, বিরাট কোহলিকে ভারতীয় দলে একটি জায়গা দিয়ে অনেক বিতর্কে জল ঢেলেছেন নির্বাচকরা।

টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

ভারতীয় ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তাতে ১৫ জনের পাশাপাশি আরও চার জন ক্রিকেটারের নাম রয়েছে। তাঁরা রিজার্ভ ক্রিকেটার।

রিজার্ভ: শুভমন গিল, রিংকু সিং, খলিল অহমদ এবং আবেশ খান।

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version