খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ইতিমধ্যেই চলে গিয়েছে চারটি দল – অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত। এই চারটি দলের মধ্যে কে কার মুখোমুখি হবে, তা স্পষ্ট হল শনিবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, একটি সেমিফাইনালে লিগে শীর্ষ স্থানাধিকারী দল মুখোমুখি হবে চতুর্থ স্থানাধিকারী দলের সঙ্গে এবং অপর সেমিফাইনালে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলদুটি মুখোমুখি হবে।
অস্ট্রেলিয়া জিতল ৭ উইকেটে
শনিবার ইনদওরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ১৯৯ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস মাত্র ২৪ ওভারে শেষ হয়ে যায়। তারা করে ৯৭ রান। প্রত্যুত্তরে অস্ট্রেলিয়া ১৬.৫ ওভারে করে ৩ উইকেটে ৯৮ রান। এই জয়ের ফলে অস্ট্রেলিয়া ৭ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে শীর্ষ স্থান দখল করল। দক্ষিণ আফ্রিকা সমসংখ্যক ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে।
অস্ট্রেলিয়া বনাম ভারত, ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
গ্রুপ লিগে এখনও দুটি ম্যাচ বাকি – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এবং ভারত বনাম বাংলাদেশ। এখনও পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৬ ম্যাচ থেকে ৯ পয়েন্ট এবং ভারতের সংগ্রহ সমসংখ্যক ম্যাচ থেকে ৬ পয়েন্ট। বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতলেও তারা চতুর্থ স্থানেই থাকবে। আর কিউয়িদের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচের ফল যা-ই হোক, দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড দ্বিতীয় ও তৃতীয় স্থান ভাগাভাগি করে নেবে। সুতরাং একটি সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত এবং অন্যটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর বিকেল ৩টেয় নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। তার আগের দিন অর্থাৎ ২৯ অক্টোবর ওই একই সময়ে গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড।
আরও পড়ুন
বিশ্বকাপ মহিলা ক্রিকেট: কী ভাবে শেষ চারে জায়গা করে নিলেন হরমনপ্রীতেরা
