Homeখেলাধুলোক্রিকেটঅপরাজিত থেকে ঐতিহাসিক জয়, দ্বিতীয়বার মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

অপরাজিত থেকে ঐতিহাসিক জয়, দ্বিতীয়বার মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত

একেবারে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয়বারের জন্য অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় স্পিনারদের তোপে ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এরপর মাত্র ৮.২ ওভারে লক্ষ্যমাত্রা অতিক্রম করে চ্যাম্পিয়নদের মুকুট পরে নেয় ভারতের মেয়েরা।

ত্রিশার অলরাউন্ড পারফরম্যান্সে চূর্ণ দক্ষিণ আফ্রিকা

এই ম্যাচের নায়ক অলরাউন্ডার গঙ্গাদি ত্রিশা। বল হাতে ১৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথে এগিয়ে দেন তিনি।

বাঁ-হাতি স্পিনার আয়ুষী শুক্লাও দুর্দান্ত পারফরম্যান্স করেন। মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন।

প্রথমে ব্যাটিং করে চাপে দক্ষিণ আফ্রিকা

ক্যাপ্টেন কায়লা রেইনেকের নেতৃত্বে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে শুরু থেকেই চাপে পড়ে যায় তারা।

  • ওপেনার সিমোন লরেন্সকে প্রথম ওভারেই আউট করে দেন পরুনিকা (৪-০-৬-২)।
  • জেমা বোথাকে মাত্র ৭ রানে ফিরিয়ে দেন ডানহাতি পেসার শবনম শাকিল (২-০-৭-১)।
  • এরপর আয়ুষীর বলে বোল্ড হন দিয়ারা রামলাকান, ফলে ১০ ওভারে মাত্র ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।

ক্যাপ্টেন রেইনেকে (৭) আউট করে ত্রিশা আরও চাপ বাড়িয়ে দেন। পরে মিয়েকে ভ্যান ফোরস্ট (২৩) ও ফে কাউলিং (১৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

সহজ লক্ষ্যে দাপুটে ব্যাটিং ভারতের

মাত্র ৮৩ রানের লক্ষ্যে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন।

  • ওপেনার ত্রিশা বিধ্বংসী মেজাজে ৪৪ রান করেন (৮টি চার)।
  • কামালিনী জি (৮) কিছুটা ধীর গতিতে শুরু করলেও দলীয় ৩৬ রানের মাথায় আউট হন।
  • সানিকা চালকে ২২ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

শেষমেশ মাত্র ৫২ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় ভারত।

অপরাজিত থেকে বিশ্বজয়ের মুকুট

এই আসরে ভারতীয় দল একটিও ম্যাচ না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

  • গ্রুপ পর্বে: ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে হারায়।
  • সুপার সিক্সে: বাংলাদেশ ও স্কটল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছায়।
  • সেমিফাইনাল: ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠে আসে।
  • ফাইনাল: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দল।

সানিকার আবেগঘন প্রতিক্রিয়া

জয়ের পর আবেগাপ্লুত হয়ে সানিকা চালকে বলেন, “গত দুই বছর ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখেছি। শেষ শটটি মারতে পেরে সত্যিই অভূতপূর্ব লাগছে। আমার সতীর্থদের সমর্থন ছাড়া এটা সম্ভব হত না।”

ভারতীয় দলের এই জয় দেখিয়ে দিল, মহিলা ক্রিকেটে ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। অপরাজিত থেকে বিশ্বকাপ জয়ের নজির স্থাপন করে নতুন ইতিহাস গড়ল ভারতের তরুণীরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।