Homeখেলাধুলোক্রিকেটভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: জাদেজার জাদুতে ধস দক্ষিণ আফ্রিকার, কঠিন পিচে নাটকীয়...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: জাদেজার জাদুতে ধস দক্ষিণ আফ্রিকার, কঠিন পিচে নাটকীয় মোড় দ্বিতীয় দিনে

দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে। অর্থাৎ তারা এগিয়ে আছে ৬৩ রানে, হাতে মাত্র ৩ উইকেট।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ভারত দ্বিতীয় দিনের খেলার শুরুতে মাত্র একটি উইকেট হারিয়ে ১২২ রানে পিছিয়ে থেকে মাঠে নামে। কেউই বুঝতে পারেনি, পরের ছয় ঘণ্টা ক্রিকেটে এমন অস্থির নাটকীয়তা অপেক্ষা করছে। এ দিন ভারত ইনিংস শেষ করে ১৮৯ রানে। অর্থাৎ ৩০ রানে এগিয়ে থাকে তারা। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে। অর্থাৎ তারা এগিয়ে আছে ৬৩ রানে, হাতে মাত্র ৩ উইকেট।

মোট ১৫টি উইকেট পড়েছে দিনে, ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ মাত্র ৩৯—ভারতের কেএল রাহুলের। দু’দলের মধ্যে এমন কঠিন ব্যাটিং পরিস্থিতি শেষ দেখা গিয়েছিল এক দশকেরও বেশি আগে, ২০১০-১১ ডারবান টেস্টে।

প্রথম দিন থেকেই পিচে অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছিল। দেখতে স্বাভাবিক হলেও দ্বিতীয় সেশনের পর থেকেই ওপরের স্তর উঠে গিয়ে ব্যাটারদের খেলার পক্ষে তা অত্যন্ত কঠিন পিচ হয়ে ওঠে। দ্বিতীয় দিনে স্পিনারদের পাশাপাশি পেসাররাও মিলিয়ে নিয়েছেন ২৬ উইকেটের মধ্যে ১১টি।

ঘাড়ে টান নিয়ে মাঠ ছাড়লেন শুভমন গিল। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

দিনের নায়ক রবীন্দ্র জাদেজা

দ্বিতীয় দিনে ভারতের ব্যাটিংয়ে ধস নামলেও দিনের নায়ক ছিলেন রবীন্দ্র জাদেজা। প্রথমে ব্যাট হাতে ২৭ রানের লড়াকু ইনিংস, পরে বল হাতে ১৩ ওভারে ৩ মেডেনসহ ২৯ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।

দিনের শুরুতে ভারত কে এল রাহুল ও ওয়াশিংটন সুন্দরের মাধ্যমে আধিপত্য ধরে রাখে। কিন্তু সাইমন হার্মারের লাগাতার টার্নে সুন্দর আউট হওয়ার পর শুরু হয় বিপর্যয়। গিল হঠাৎই ঘাড়ে টান অনুভব করে মাঠ ছাড়েন। রাহুল, জাদেজা আর ঋষভ পন্থ কিছুটা লড়াই করলেও বলের আচরণ এতটাই অনিশ্চিত ছিল যে, যে কোনো সময় বিপদ আসন্নই ছিল। ভারতের শেষ চার উইকেট পড়ে মাত্র ৩৬ রানে।

অক্ষর পটেলের বলে ফিরে গেলেন কাইল ভ্যারেইন। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

আরও বড়ো বিপদে দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা আরও বেশি বিপদে পড়ে। বুমরাহ অসমান বাউন্স নিয়ে শুরুতেই চাপ তৈরি করেন। এর পর বোলিংয়ে আসেন কুলদীপ যাদব ও জাদেজা, যাঁরা একের পর এক ব্যাটারকে ভুল করতে বাধ্য করেন। কুলদীপের বল না ঘুরে রায়ান রিকেলটনকে আউট করে সেশন শেষ হয়। পরে জাদেজার ধারাবাহিক চাপেই একে একে সাজঘরে ফেরেন মার্করাম, ডি জর্জি, মুল্ডার ও স্টাবস। অক্ষর পটেলের বলে জোরে খেলতে গিয়ে আউট হন কাইল ভ্যারেইন।

দিনের শেষে দক্ষিণ আফ্রিকা দাঁড়ায় ৯৩/৭ স্কোরে, যেখানে অধিনায়ক টেম্বা বাভুমা ৭৮ বল খেলে ২৯ রানে অপরাজিত। এখন ম্যাচে ফিরতে হলে আরও অনেক বড়ো দায়িত্ব পালন তাঁকে করতে হবে।

জাদেজা, কুলদীপ, বুমরাহদের নিয়ন্ত্রিত বোলিং, ব্যাটারদের বুদ্ধিদীপ্ত ক্যাচিং, আর পিচের অস্বাভাবিক আচরণ—সব মিলিয়ে দ্বিতীয় দিনটি হয়ে উঠেছে স্মরণীয় ও নাটকীয়। ম্যাচ এখন যে কোনো দিকেই যেতে পারে, কিন্তু ভারতেরই বাড়তি সুবিধা।

আরও পড়ুন

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে ইডেনে প্রথম দিনেই বাভুমাদের বিপর্যয়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...

অ্যাশেজে ভরাডুবির পর ম্যাককালামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, ইংল্যান্ড কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম প্রস্তাব মন্টি পানেসারের

খবর অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি হতাশাজনক সফরের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের...