খবর অনলাইন ডেস্ক: ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাবে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের বদলে শ্রীলঙ্কা বা দুবাইয়ে করার জন্য আইসিসি-কে অনুরোধ করা হবে বলে বিসিসিআই সূত্র সংবাদসংস্থা এএনআই-কে বলেছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে হওয়ার কথা। দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের জন্য ২০০৮-এর এশিয়া কাপ থেকে পাকিস্তানে কোনো ক্রিকেট টুর্নামেন্ট ভারত খেলেনি।
দুই দেশের মধ্যে শেষ সিরিজ হয়েছিল ভারতে, ২০১২-এর ডিসেম্বর থেকে ২০১৩-এর জানুয়ারি পর্যন্ত। এর পর দুই দেশ মুখোমুখি হয়েছে আইসিসি টুর্নামেন্টগুলোতে আর এশিয়া কাপে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের জেরে আসন্ন ইভেন্টে ভারতের যোগদান নিয়ে সংশয় দানা বাঁধছে।
সবক’টা ম্যাচ একটা শহরে খেলার জন্য ভারতকে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, ওই একটা শহর হিসাবে লাহোরকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় বোর্ড পাকিস্তানে যেতেই ইচ্ছুক নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যোগদান প্রসঙ্গে বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদসংস্থা এএনআই-কে বলে, “২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারত পাকিস্তানে যাবে না। দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ করার জন্য আইসিসি-কে বলবে।”
গত মে মাসে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল বলেছিলেন, কেন্দ্রীয় সরকার যদি অনুমতি দেয় তা হলে টুর্নামেন্ট খেলতে ভারত পাকিস্তানে যাবে।
এএনআই-কে রাজীব শুক্ল বলেছিলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারত সরকার যা বলবে আমরা তা-ই করব। ভারত সরকার যখন অনুমতি দেয় তখনই আমরা আমাদের দলকে পাঠাই। সুতরাং ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব।
আরও পড়ুন
ডুরান্ড কাপ ২০২৪: শুরু হচ্ছে ২৭ জুলাই, মোহনবাগান ও ইস্টবেঙ্গল একই গ্রুপে