Home খেলাধুলো ক্রিকেট বৃষ্টিতে ড্র দ্বিতীয় টেস্ট, তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

বৃষ্টিতে ড্র দ্বিতীয় টেস্ট, তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

0

ভারত: ৪৩৮ (বিরাট ১২১, রোহিত ৮০, জাডেজা ৬১, যশস্বী ৫৭, অশ্বিন ৫৬, কেমার ৩/১০৪, জোমেল ৩/৮৯, হোল্ডার ২/৫৭) এবং ১৮১/২ ডিক্লেয়ার (রোহিত ৫৭, ঈশান ৫৩, যশস্বী ৩৮

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৫ (ব্রেথওয়েট ৭৫, অলিক ৩৭, চন্দ্রপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, সিরাজ ৫/৬০, মুকেশ ২/৪৮, জাডেজা ২/৩৭) এবং ৭৬/২ (ব্রেথওয়েট ২৮, চন্দ্রপল ২৪*, ব্ল্যাকউড ২০, অশ্বিন ২/১০)

বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা। ফলাফল ম্যাচ ড্র। কিন্তু প্রথম টেস্ট জেতায় সিরিজ জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও জেতার সম্ভাবনা ছিল টিম ইন্ডিয়ার। প্রথম থেকে দেখা গিয়েছিল সে রকমই আক্রমণাত্মক মানসিকতা। কিন্তু বৃষ্টি শেষ পর্যন্ত জিতে গেল।

সোমবার, দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ছিল ৮ উইকেট। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ২৮৯ রান। কিন্তু, সারাটা দিন ধরে বৃষ্টির জেরে এক বলও হল না ত্রিনিদাদের কুইনস্‌ পার্ক ওভালে। যথারীতি ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা। ড্র করেই সন্তুষ্ট থাকতে হল দু’দলকে।

কিছুক্ষণের জন্য বৃষ্টি একেবারে থেমে যায়। আকাশে রোদও দেখতে পাওয়া যায়। আশা করা হয়, কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। মেইন কভারও সরানো হয়। আকাশ একেবারে ঝকঝক। খুব তাড়াতাড়িই ম্যাচ শুরু হবে, এমন আশার মধ্যেই আবারও শুরু হয় বৃষ্টি। তবে শুধু পঞ্চম দিন নয়, বৃষ্টির জেরে শেষ তিন দিন ভুগতে হয়েছে রোহিতদের। তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টিতে প্রায় ৩০ ওভার করে খেলা নষ্ট হয়েছে।

প্রথম টেস্টে ১-০ এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয় টেস্টে অ্যাডভান্টেজে ছিল ভারত। এবার সিরিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ৯টি টেস্ট সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে ল্যাজেগোবরে করে ছেড়েছে ভারত। পরিসংখ্যান অনুযায়ী, শেষ ৯টি টেস্ট সিরিজে ভারতের কাছে জিততে পারেনি ক্যারিবিয়ান ব্রিগেড।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি অনুযায়ী ভারতের জেতার সুযোগ ছিল বেশি। তাই বেশি হতাশ রোহিত শর্মারা। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। তবে, প্রথম টেস্ট ইনিংস ও ১৪১ রানে জেতার সুবাদে ১-০ ব্যবধানে সিরিজ জিতলেন রোহিতেরা।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্ট জিততে ভারতের চাই ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৮৯ রান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version