Home খেলাধুলো ক্রিকেট ভারত-ইংল্যান্ড মহিলা ম্যাচে বিপক্ষের খেলোয়াড়কে ‘ধাক্কা’! প্রতীকা রাওয়ালের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

ভারত-ইংল্যান্ড মহিলা ম্যাচে বিপক্ষের খেলোয়াড়কে ‘ধাক্কা’! প্রতীকা রাওয়ালের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

pratika rawal fined

ভারত ও ইংল্যান্ড মহিলা দলের এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচের পর উভয় দলের উপরই শাস্তির খাঁড়া চালাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
ভারতীয় অলরাউন্ডার প্রতীকা রাওয়াল ম্যাচ চলাকালীন দুইবার শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ায় জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে ইংল্যান্ড মহিলা দল মন্থর ওভার রেটের জন্য দলগতভাবে জরিমানার মুখে পড়েছে।

কী ঘটেছিল মাঠে?

আইসিসি সূত্রে জানা গিয়েছে, ভারতের ইনিংসের ১৮তম ওভারে খেলার সময় প্রতীকা খুচরো রান নিতে গিয়ে ধাক্কা মারেন ইংল্যান্ডের ফিল্ডার লরেন ফিলার-কে। এরপর পরবর্তী ওভারে আউট হয়ে ফেরার সময় প্রতীকা ধাক্কা দেন ইংল্যান্ডের বোলার সোফি একলেস্টোন-কে।

দুই ক্ষেত্রেই ‘শারীরিক সংঘর্ষ এড়ানো যেত’ বলে মনে করছে ম্যাচ রেফারিরা। ফলে আইসিসি’র কোড অফ কন্ডাক্ট লেভেল ১ ভঙ্গের জন্য প্রতীকাকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

গত ২৪ মাসে এটাই প্রতীকার প্রথম অপরাধ হওয়ায় তাঁকে শুধু একটি ডিমেরিট পয়েন্টেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

প্রতীকার প্রতিক্রিয়া

ঘটনার পরে প্রতীকা স্পষ্ট করে বলেন, “মোটেই ইচ্ছাকৃত কাজ নয়। আমি আমার লাইনেই দৌড়চ্ছিলাম। বুঝতেই পারিনি কেউ সামনে রয়েছে। তবে বিষয়টি নিয়ে বাড়তি বিতর্কের কোনও প্রয়োজন নেই।”

ইংল্যান্ড দলের শাস্তি

অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় ইংল্যান্ড মহিলা দলের প্রত্যেক ক্রিকেটারের পাঁচ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়েছে।
আইসিসি নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ না করলে দলকে জরিমানা গুনতে হয়। সেই নিয়ম অনুযায়ীই এই সিদ্ধান্ত।

এই ঘটনাগুলি ফের একবার মাঠের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। খেলোয়াড়দের আচরণ এবং সময় ব্যবস্থাপনা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট করল এই ম্যাচ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version