Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড মহিলা ম্যাচে বিপক্ষের খেলোয়াড়কে 'ধাক্কা'! প্রতীকা রাওয়ালের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

ভারত-ইংল্যান্ড মহিলা ম্যাচে বিপক্ষের খেলোয়াড়কে ‘ধাক্কা’! প্রতীকা রাওয়ালের শাস্তি, ইংল্যান্ডকেও জরিমানা

প্রকাশিত

ভারত ও ইংল্যান্ড মহিলা দলের এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচের পর উভয় দলের উপরই শাস্তির খাঁড়া চালাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।
ভারতীয় অলরাউন্ডার প্রতীকা রাওয়াল ম্যাচ চলাকালীন দুইবার শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ায় জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে ইংল্যান্ড মহিলা দল মন্থর ওভার রেটের জন্য দলগতভাবে জরিমানার মুখে পড়েছে।

কী ঘটেছিল মাঠে?

আইসিসি সূত্রে জানা গিয়েছে, ভারতের ইনিংসের ১৮তম ওভারে খেলার সময় প্রতীকা খুচরো রান নিতে গিয়ে ধাক্কা মারেন ইংল্যান্ডের ফিল্ডার লরেন ফিলার-কে। এরপর পরবর্তী ওভারে আউট হয়ে ফেরার সময় প্রতীকা ধাক্কা দেন ইংল্যান্ডের বোলার সোফি একলেস্টোন-কে।

দুই ক্ষেত্রেই ‘শারীরিক সংঘর্ষ এড়ানো যেত’ বলে মনে করছে ম্যাচ রেফারিরা। ফলে আইসিসি’র কোড অফ কন্ডাক্ট লেভেল ১ ভঙ্গের জন্য প্রতীকাকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

গত ২৪ মাসে এটাই প্রতীকার প্রথম অপরাধ হওয়ায় তাঁকে শুধু একটি ডিমেরিট পয়েন্টেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

প্রতীকার প্রতিক্রিয়া

ঘটনার পরে প্রতীকা স্পষ্ট করে বলেন, “মোটেই ইচ্ছাকৃত কাজ নয়। আমি আমার লাইনেই দৌড়চ্ছিলাম। বুঝতেই পারিনি কেউ সামনে রয়েছে। তবে বিষয়টি নিয়ে বাড়তি বিতর্কের কোনও প্রয়োজন নেই।”

ইংল্যান্ড দলের শাস্তি

অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় ইংল্যান্ড মহিলা দলের প্রত্যেক ক্রিকেটারের পাঁচ শতাংশ করে ম্যাচ ফি কাটা হয়েছে।
আইসিসি নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ না করলে দলকে জরিমানা গুনতে হয়। সেই নিয়ম অনুযায়ীই এই সিদ্ধান্ত।

এই ঘটনাগুলি ফের একবার মাঠের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। খেলোয়াড়দের আচরণ এবং সময় ব্যবস্থাপনা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট করল এই ম্যাচ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...