Homeখেলাধুলোক্রিকেটলন্ডনে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

লন্ডনে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সোমবার লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দিলীপ দোশী। মৃত্যুকালে ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৭ বছর। দোশী রেখে গেলেন স্ত্রী কালিন্দী, পুত্র নয়ন ও কন‍্যা বিশাখাকে।

দিলীপ দোশী ছিলেন বাঁহাতি স্পিনার। ভারতের তখন স্পিন বোলিং-এ স্বর্ণযুগ। রাজত্ব করছেন এরাপল্লি প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর, শ্রীনিবাস বেঙ্কটরাঘবন এবং বিষান সিংহ বেদি। কাকে বসিয়ে কাকে খেলাবেন! ফলে আর-এক প্রতিভাধর স্পিনার দিলীপ দোশী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক একটু বেশি বয়সেই হয়। দেশের হয়ে দোশী তিনি খেলতে নামেন ৩২ বছর বয়সে, ১৯৭৯ সালে।

৩৩টি টেস্ট এবং ১৫টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন দোশী। টেস্টে ১১৪টি এবং একদিনের ক্রিকেটে ২২টি উইকেট দখল করেন তিনি। চার বছর পর ১৯৮৩-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্টেই জাত চিনিয়ে দিয়েছিলেন দিলীপ দোশী। প্রথম ইনিংসেই ১০৩ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ব রয়েছে মাত্র ৯ জন ভারতীয়ের। দোশী তাঁদের অন্যতম।   

১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে দোশীর জন্ম হলেও তাঁর ক্রিকেটজীবনের সঙ্গে জড়িয়ে ছিল বাংলা। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল সৌরাষ্ট্রের হয়ে খেলায়। কিন্তু অচিরেই তিনি বাংলায় চলে আসেন এবং বাংলা রনজি দলের নিয়মিত ক্রিকেটার হন। বাংলা থেকেই তিনি ভারতীয় দলে সুযোগ পান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৮৯৮টি উইকেট রয়েছে।

দোশীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে। এক্স হ্যান্ডলে কুম্বলে লিখছেন, “দীলিপভাইয়ের মৃত্যুসংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর ওঁর পরিবার ও পরিজনদের শক্তি দিক।”

আরও পড়ুন

একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে নানা নজির গড়লেন ঋষভ পন্থ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।