Homeখেলাধুলোক্রিকেটলন্ডনে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

লন্ডনে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সোমবার লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দিলীপ দোশী। মৃত্যুকালে ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৭ বছর। দোশী রেখে গেলেন স্ত্রী কালিন্দী, পুত্র নয়ন ও কন‍্যা বিশাখাকে।

দিলীপ দোশী ছিলেন বাঁহাতি স্পিনার। ভারতের তখন স্পিন বোলিং-এ স্বর্ণযুগ। রাজত্ব করছেন এরাপল্লি প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর, শ্রীনিবাস বেঙ্কটরাঘবন এবং বিষান সিংহ বেদি। কাকে বসিয়ে কাকে খেলাবেন! ফলে আর-এক প্রতিভাধর স্পিনার দিলীপ দোশী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক একটু বেশি বয়সেই হয়। দেশের হয়ে দোশী তিনি খেলতে নামেন ৩২ বছর বয়সে, ১৯৭৯ সালে।

৩৩টি টেস্ট এবং ১৫টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন দোশী। টেস্টে ১১৪টি এবং একদিনের ক্রিকেটে ২২টি উইকেট দখল করেন তিনি। চার বছর পর ১৯৮৩-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্টেই জাত চিনিয়ে দিয়েছিলেন দিলীপ দোশী। প্রথম ইনিংসেই ১০৩ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ব রয়েছে মাত্র ৯ জন ভারতীয়ের। দোশী তাঁদের অন্যতম।   

১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে দোশীর জন্ম হলেও তাঁর ক্রিকেটজীবনের সঙ্গে জড়িয়ে ছিল বাংলা। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল সৌরাষ্ট্রের হয়ে খেলায়। কিন্তু অচিরেই তিনি বাংলায় চলে আসেন এবং বাংলা রনজি দলের নিয়মিত ক্রিকেটার হন। বাংলা থেকেই তিনি ভারতীয় দলে সুযোগ পান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৮৯৮টি উইকেট রয়েছে।

দোশীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে। এক্স হ্যান্ডলে কুম্বলে লিখছেন, “দীলিপভাইয়ের মৃত্যুসংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর ওঁর পরিবার ও পরিজনদের শক্তি দিক।”

আরও পড়ুন

একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে নানা নজির গড়লেন ঋষভ পন্থ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...