Homeখেলাধুলোক্রিকেটআইপিএল ২০২৫: অধিনায়ক ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স, শ্রেয়সের জায়গায় এলেন রাহানে

আইপিএল ২০২৫: অধিনায়ক ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স, শ্রেয়সের জায়গায় এলেন রাহানে

প্রকাশিত

আইপিএল ২০২৫-এর জন্য অজিঙ্ক রাহানেকে অধিনায়ক হিসেবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর আগে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দিয়েছেন রাহানে। এ বার শিরোপাধারী কেকেআরের অধিনায়কত্ব করবেন। তাঁর সহকারী হিসেবে থাকবেন বেঙ্কটেশ আয়ার।

আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জেতা রাহানেকে কেকেআর ২০২৫ সালের মেগা-নিলামে ১.৫০ কোটি টাকায় দলে নেয়। কেকেআর ২০২৫ সালের নিলামের আগে নিজেদের অধিনায়ক শ্রেয়স আয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, যার ফলে নতুন অধিনায়ক খোঁজা হচ্ছিল।

অধিনায়ক হওয়ার পর কেকেআরের পক্ষ থেকে রাহানে এক বিবৃতিতে বলেন, “কেকেআরের মতো সফল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া আমার জন্য সম্মানের। আমি মনে করি, আমাদের দল দারুণ এবং ভারসাম্যপূর্ণ। সবার সঙ্গে কাজ করতে এবং শিরোপা রক্ষার চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি।”

যদিও আইপিএলে অধিনায়ক হিসেবে রাহানের রেকর্ড খুব উজ্জ্বল নয়। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ২৪টি এবং রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। মোট ২৫ ম্যাচের মধ্যে মাত্র ৯টি জিতেছেন, হেরেছেন ১৬টিতে। এছাড়া, তিনি বর্তমানে ভারতীয় জাতীয় দলের বাইরে রয়েছেন।

তবে ঘরোয়া ক্রিকেটে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৯ ইনিংসে ৫৮.৬২ গড়ে ৪৬৯ রান করে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়া, সম্প্রতি মুম্বইকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে নেতৃত্ব দিয়েছেন রাহানে, যদিও সেখানে তাঁরা বিদর্ভের কাছে হেরে যান। কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি।

কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর অধিনায়কের নাম ঘোষণার পর বলেন, “অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ ও পরিপক্ব একজন নেতা পেয়ে আমরা আনন্দিত। পাশাপাশি, বেঙ্কটেশ আয়ার দীর্ঘদিন ধরে কেকেআরের হয়ে খেলছেন এবং তার নেতৃত্বের গুণাবলি আছে। আমরা আত্মবিশ্বাসী যে তারা একসঙ্গে মিলে আমাদের শিরোপা ধরে রাখার যাত্রা সফল করবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...