Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

প্রকাশিত

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী ৩-১৬, হরষিত রানা ২-২৮)

কলকাতা নাইট রাইডার্স: ১৫৭-৩ (১৬.৩ ওভার) (ফিল সল্ট ৬৮, শ্রেয়স আইয়ার ৩৩ নট আউট, অক্ষর পটেল ২-২৫)

কলকাতা: ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসকে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। সোমবার কলকাতার ইডেন গার্ডেন্স আয়োজিত আইপিএল-এর ম্যাচে ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে গেল তারা। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন বরুণ চক্রবর্তী। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটলস। কিন্তু দিল্লি ক্যাপিটলস-এর প্রায় কোনো ব্যাটারই কেকেআর-এর বোলারদের সামলাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ১৫৩ রান। প্রত্যুত্তরে কেকেআর ২১ বল বাকি থাকতেই ওপেনার ফিল সল্ট, দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং বেঙ্কটেশ আইয়ারের ব্যাটিংয়ের সুবাদে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। তারা করে ৩ উইকেটে ১৫৭ রান।

ব্যাটিংয়ে বিশেষ লড়াই দিতে পারলেন না ঋষভরা।

দিল্লির অসহায় আত্মসমর্পণ

কলকাতার বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেন দিল্লির ব্যাটাররা। একমাত্র ব্যতিক্রম বলা যেতে পারে কুলদীপ যাদব। ন’ নম্বরে ব্যাট করতে এসে ২৬ বলে ৩৫ রান করে নট আউট থাকেন তিনি। কুলদীপ এটুকু না করলে দিল্লি ক্যাপিটলস দেড়শোয় পৌঁছোতে পারত না।

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে দিল্লি ক্যাপিটলস-এর। সবচেয়ে বেশি রান আসে চতুর্থ উইকেটের জুটিতে – ৩১ রান। দল ৩০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। ৭ বলে ১৩ রান করে পৃথ্বী শ’ বৈভব অরোরার বলে ফিল সল্টকে ক্যাচ দিয়ে বিদায় নেন। দলের রান তখন ১৭। স্কোরের সঙ্গে মাত্র ১৩ রান যোগ হতেই আউট হন ইয়াক ফ্রেজার-মাকগুর্ক। তাঁর উইকেট দখল করেন মিশেল স্টার্ক। বেঙ্কটেশ আইয়ারকে ক্যাচ দেন তিনি। মাকগুর্ক করেন ৭ বলে ১২ রান। তৃতীয় উইকেট পড়ে দলের ৩৭ রানে। শাই হোপকে বোল্ড করেন অরোরা।

এর পরে উইকেট পতন কিছুটা ঠেকানোর চেষ্টা করেন অভিষেক পোড়েল এবং দলের অধিনায়ক ঋষভ পন্থ। দলের চতুর্থ উইকেট পড়ে ৬৮ রানে। পোড়েলকে তুলে নেন হরষিত রানা সরাসরি বোল্ড করে। দলের স্কোরের সঙ্গে ২৫ রান যোগ হওয়ার পরে আউট হন ঋষভ পন্থ। ২০ বলে ২৭ রান করে বরুণ চক্রবর্তীর শ্রেয়স আইয়ারকে ক্যাচ দিয়ে ঋষভ প্যাভিলিয়নে ফিরে যান। এর পর দলের আরও ৪৭ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। সুনীল নারিন ১টি, হরষিত রানা ১টি এবং বরুণ চক্রবর্তী ২টি উইকেট দখল করেন। শেষ পর্যন্ত কুলদীপ যাদবের (২৬ বলে ৩৫ নট আউট) ব্যাটিংয়ের সুবাদে দিল্লি ক্যাপিটলস ৯ উইকেটে ১৫৩ রানে পৌঁছোয়। লিজার্ড উইলিয়ামস ২ বলে ১ রান করে নট আউট থাকেন।

২১ বল বাকি থাকতেই জয়

কেকেআর-এর জেতার জন্য লক্ষ্যমাত্রা ছিল ১৫৪। ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন যথারীতি ব্যাটিংয়ে ঝড় তোলেন। ৬.১ ওভারে কলকাতা পৌঁছে যায় ৭৯ রানে। অক্ষর পটেলের বলে ইয়াক ফ্রেজার-মাকগুর্ককে ক্যাচ দিয়ে নারিন প্যাভিলিয়নে ফিরে যান। এ দিন তাঁর সংগ্রহ ছিল ১০ বলে ১৫ রান। ততক্ষণে অবশ্য মারকুটে সল্টের ৫০ রান হয়ে গেছে।

কলকাতার আরও ২টি উইকেট ঘন ঘন পড়ে যায়। সল্ট বিদায় নেন দলের ৯৬ রানের মাথায়। তাঁকেও তুলে নেন অক্ষর পটেল। সরাসরি বোল্ড করেন। ৩৩ বলে ৬৮ রান করেন সল্ট। তাঁর রানে ছিল ৫টি ছয়, ৭টি চার। দলের স্কোরের সঙ্গে মাত্র ৪ রান যোগ হতেই আউট হয়ে যান রিঙ্কু সিং। লিজার্ড উইলিয়ামসের বলে কুলদীপ যাদবকে ক্যাচ দিয়ে বিদায় নেন রিঙ্কু। তিনি করেন ১১ বলে ১১ রান।

এর পরে দলের হাল ধরেন দুই আইয়ার – শ্রেয়স এবং বেঙ্কটেশ। তাঁদের জুটি অবিচ্ছেদ্য থেকে দলকে জয়ের মুখ দেখান। শ্রেয়স নট আউট থাকেন ২৩ বলে ৩৩ রান করে এবং বেঙ্কটেশ নট আউট থাকেন সমসংখ্যক ২৬ রান করে। ২১ বল বাকি থাকতেই জয়ে পৌঁছে যায় কেকেআর।        

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...