Home বিনোদন মুক্তি পেল ‘মানুষ’-এর ফার্স্টলুক, সোশ্যাল মিডিয়াতে কী জানালেন জিৎ?

মুক্তি পেল ‘মানুষ’-এর ফার্স্টলুক, সোশ্যাল মিডিয়াতে কী জানালেন জিৎ?

টলিউড হোক অথবা বলিউড, অভিনয়ের পাশাপাশি নায়ক-নায়িকাদের সোশ্য়াল মিডিয়ায় নতুন ছবি আপলোড করা এখন ট্রেন্ডিং হয়ে উঠেছে। শ্যুটিংয়ের ফাঁকে ফটোশ্যুট হোক অথবা কোথাও বেড়াতে গিয়ে সেই মুহূর্ত হোক, সমস্তটাই এখন ফ্রেমবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকারা। 

0

টলিউড হোক অথবা বলিউড, অভিনয়ের পাশাপাশি নায়ক-নায়িকাদের সোশ্য়াল মিডিয়ায় নতুন ছবি আপলোড করা এখন ট্রেন্ডিং হয়ে উঠেছে। শ্যুটিংয়ের ফাঁকে ফটোশ্যুট হোক অথবা কোথাও বেড়াতে গিয়ে সেই মুহূর্ত হোক, সমস্তটাই এখন ফ্রেমবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকারা। 

মুক্তির অপেক্ষায় জিতের নতুন ছবি ‘মানুষ’। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় এই ছবির শ্য়ুটিং সদ্যই শেষ হয়েছে। শ্যুটিং শেষে অনুরাগীদের জন্য বেশ কিছু ছবি শেয়ার করলেন টলিপাড়ার ‘বস’।

পড়ুন: আমির খানের পুত্র জুনায়েদ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছেন, নায়িকার ভূমিকায় কে থাকবে?

সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়েই নতুন ছবি ‘মানুষ’-এর ফার্স্টলুক শেয়ার করলেন জিৎ। উসকো খুশকো চুল, হাতে বন্দুক নিয়ে যেন ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর মেজাজে তারকা। তবে প্রতিশোধের গল্প নয় ‘মানুষ’। এমনটাই জানিয়েছেন পোস্টারের ক্যাপশনে।

‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে জিতকে। ছবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী।

বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। গত দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উৎরাইয়ের সাক্ষী থেকেছেন।

এখন কোনওরকম আপস না করেই জিৎ নিজের শর্তে সিনেমা রিলিজ করেন টলিউড তারকা। এর আগে পুরো ভারতে মুক্তি পেয়েছিল জিতের ‘চেঙ্গিজ’। ২৪ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘মানুষ’।

২০২২ সালের সেপ্টেম্বরে শেষবার নিজের ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করেছিলেন জিৎ। দীর্ঘ ১০ মাস পর ছবি পরিবর্তন করায় বেজায় খুশি অনুরাগীরা।

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version