Home খেলাধুলো ক্রিকেট ‘বেশি টাকা পাওয়ার অহংকার…’, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক কপিল দেব

‘বেশি টাকা পাওয়ার অহংকার…’, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক কপিল দেব

0
কপিল দেব। প্রতিনিধিত্বমূলক ছবি

আয় নিয়ে ক্রিকেটারদের কটাক্ষ করলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। গত কয়েক বছরে বোর্ড অনেক এগিয়েছে। বোর্ডের অগ্রগতির পাশাপাশি খেলোয়াড়দের আয়ও ভালোই বেড়েছে। বার্ষিক চুক্তিতে খেলোয়াড়দের কোটি কোটি টাকা দেয় বোর্ড।

কপিল দেবের মতে, বেশি টাকা পাওয়ায় খেলোয়াড়রা গর্ববোধ করেন। ভারতীয় দল সর্বশেষ ২০১৩ সালে আইসিসি ট্রফি জিতেছিল। একটি সাক্ষাৎকারে প্রাক্তন অধিনায়ক বলেন, “আমার মনে হয় অনেক সময় বেশি অর্থ থাকার কারণে লোকেরা অহংকার করেন এবং তাঁরা অনুভব করতে শুরু করেন যে তাঁরা সবকিছু জানে। এই খেলোয়াড়দের ভালো দিকটি হল তারা খুব আত্মবিশ্বাসী”।

তবে ওই সব ক্রিকেটারদের নেতিবাচক দিকটিও তুলে ধরেন কপিল দেব। তাঁর কথায়, “তাঁরা মনে করেন, কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারেন। কিন্তু অত্যধিক অর্থের সঙ্গে অহংকার আসে। এই ক্রিকেটাররা মনে করেন, তাঁরা সব জানেন এবং এটাই পার্থক্য। আমি মনে করি অনেক খেলোয়াড়ের সাহায্য দরকার। সুনীল গাওস্কর তো আছেন, তা হলে আপনি তাঁর সঙ্গে কথা বলেন না কেন? এতে অহংকার করে লাভ কী?

এ প্রসঙ্গেই কপিল দেবের পরামর্শ, “হয়তো তাঁরা যথেষ্ট ভালো, কিন্তু এমন কারো কাছ থেকে অতিরিক্ত সাহায্য নিতেই পারেন, যিনি ক্রিকেটের ৫০টা মরশুম দেখেছেন, তিনি বিশয়গুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানেন। মাঝে মাঝে তাঁর কথা শোনা আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে।”

আরও পড়ুন: রোহিত-বিরাট বিশ্রামে, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version