আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয় ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির নকশা। এই জার্সি ডিজাইন করেছে নতুন কিট স্পনসর অ্যাডিডাস।
ভারতের টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা জার্সির ডিজাইন রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে পুরুষদের ভারতীয় ক্রিকেট দল নতুন ডিজাইনের জার্সি পরতে শুরু করবে।
তিন ধরনের জার্সি প্রকাশ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর অ্যাডিডাসের সঙ্গে যা সম্পর্কিত। গত মাসে অ্যাডিডাসকে বিসিসিআইয়ের জন্য কিট স্পন্সর হিসাবে ঘোষণা করেছে বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের তরফে আগেই জানানো হয়েছে, “অ্যাডিডাসকে ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট জুড়ে কিট তৈরির জন্য একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। এই চুক্তি ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত কার্যকর থাকবে। বিসিসিআই-এর জন্য পুরুষ, মহিলা এবং যুব দলের সমস্ত ম্যাচ, প্রশিক্ষণ এবং ভ্রমণের পোশাকের জন্য অ্যাডিডাসই একমাত্র সরবরাহকারী হবে। চলতি বছরের জুন মাস থেকে টিম ইন্ডিয়াকে প্রথম বারের মতো তিনটি স্ট্রাইপে দেখা যাবে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় তাদের নতুন কিট আত্মপ্রকাশ করবে”।
অর্থাৎ, পুরুষ ও মহিলা সিনিয়র জাতীয় ক্রিকেট দল ছাড়াও, অ্যাডিডাস ভারত “এ” পুরুষ ও মহিলা জাতীয় দল, ভারত “বি” পুরুষ ও মহিলা জাতীয় দল, ভারত অনুর্ধ্ব-১৯ পুরুষ ও মহিলা জাতীয় দল, তাদের কোচ, এবং কর্মীদের জন্য জার্সির জোগান দেবে।