Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: মুনির শত রান, কিং-এর অর্ধশত রান, গার্থের বল...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: মুনির শত রান, কিং-এর অর্ধশত রান, গার্থের বল ইতিহাস রচনা করতে দিল না পাকিস্তানকে

অস্ট্রেলিয়া জয় পেল ১০৭ রানে। স্বাভাবিক ভাবেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন বেথ মুনি।

এ দিনের জয়ের কান্ডারি বেথ মুনি। সঙ্গী আলানা কিং। ছবি Australian Women’s Cricket Team ‘X’ থেকে নেওয়া।

অস্ট্রেলিয়া: ২২১-৯ (বেথ মুনি ১০৯, আলানা কিং ৫১ নট আউট, নাশরা সান্ধু ৩-৩৭, রমিন শামিন ২-২৯)

পাকিস্তান: ১১৪ (৩৬.৩ ওভার) (সিদ্রা আমিন ৩৫, কিম গার্থ ৩-১৪, আনাবেল সাদারল্যান্ড ২-১৫, মেগান শুট ২-২৫)

কলম্বো: না, পারল না পাকিস্তান ইতিহাস রচনা করতে। খেলা তখন সবে অস্ট্রেলিয়ার ইনিংসে ২১ ওভার গড়িয়েছে। অস্ট্রেলিয়া ধুঁকছে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে। ক্রিকেটপ্রেমীরা হতবাক – কী ঘটতে চলেছে মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপে? যারা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি, লিগ টেবিলে যারা একদম নীচে, সেই পাকিস্তান কি বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করবে?

খেলার মোড় ঘোরালেন মুনি আর কিং

অলক্ষ্যে হাসলেন বিধাতা। মনে মনে বললেন, পিকচার আভি বাকি হ্যায়। অবিশ্বাস্য খেলা খেললেন চার নম্বরে নামা বেথ মুনি। ৩০ রানের মধ্যে দলের দুই ওপেনার আলিসা হেইলি এবং ফোয়েবে লিচফিল্ড ফিরে গেলে এলিসে পেরির সঙ্গে জুটি বাঁধেন মুনি। কিন্তু তিনি নিজের মতো খেলে গেলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে। একে একে ফিরে যান পেরি, আনাবেল সাদারল্যান্ড অ্যাশ গার্ডনার এবং তাহলিয়া ম্যাকগ্রাথ। দলের রান তখন ৭৫।

পাকিস্তানি বোলারদের মোকাবিলাই করতে পারছিলেন না অস্ট্রেলিয়ার গোড়ার দিকের ব্যাটাররা। দলের স্কোরের সঙ্গে মাত্র ১ রান যোগ হতেই বিদায় নিলেন জর্জিয়া ওয়েরহ্যাম। সপ্তম উইকেটের পতন। এই অবস্থায় মুনির সঙ্গী হলেন কিম গার্থ। গার্থ কিছুটা ধৈর্য ধরে থাকলেন। খেললেন ৪৭টা বল। যদিও সংগ্রহ করলেন ১১ রান। তবে এই ফাঁকে নিজেকে এবং দলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন মুনি। অষ্টম উইকেটের জুটিতে যোগ হল ৩৯ রান। এর পরই মঞ্চে আগমন আলানা কিং-এর। দলের রান ৮ উইকেটে ১১৫, হাতে ১৬.১ ওভার। ঝড় তুললেন কিং। ৩টে ছক্কা আর ৩টে চারের মাধ্যমে পৌঁছে গেলেন ৫১ রানে। আর এমন এক সঙ্গী পেয়ে মুনিও নিশ্চিন্তে খেলে সেঞ্চুরি করে ফেললেন। নবম উইকেটে দু’জনে যোগ করলেন ১০৬ রান। ৫০তম ওভারের শেষ বলে ফতিমা সানার শিকার হয়ে ফিরে গেলেন মুনি। দলের রান তখন ২২১।

অস্ট্রেলিয়ার জয়। ছবি ICC ‘X’ থেকে নেওয়া।

লক্ষ্য থেকে অনেক দূরেই থেমে গেল পাকিস্তান

জয়ের জন্য দরকার ২২২ রান। ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিলেন এই লক্ষ্যে পৌঁছোনো পাকিস্তানের এই টিমের পক্ষে অসম্ভব। তা-ই হল। কিম গার্থ (১৪ রানে ৩ উইকেট), আনাবেল সাদারল্যান্ড (১৫ রানে ২ উইকেট) এবং মেগান শুটের (২৫ রানে ২ উইকেট) বলের মোকাবিলাই করতে পারলেন পাক ব্যাটাররা। ৪৯ রানের মধ্যে পড়ে গেল ছ’ উইকেট। পতন কিছুটা ঠেকানোর চেষ্টা করলেন সিদ্রা আমিন (৫২ বলে ৩৫ রান)। আমিন এবং কিছুটা ফতিমা সানা (১২ বলে ১১ রান), রমিন শামিন (৬৪ বলে ১৫ রান) এবং নাশরা সান্ধুর (৪১ বলে ১১ রান) দৌলতে পাকিস্তান কোনোক্রমে ১০০-র গণ্ডি পেরোল। ইনিংসের ১৩.৩ ওভার বাকি থাকতে তারা অল আউট হয়ে গেল ১১৪ রানে। অস্ট্রেলিয়া জয় পেল ১০৭ রানে। স্বাভাবিক ভাবেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন বেথ মুনি।

লিগ টেবিলে কে কোথায়

এ দিনের ম্যাচের পর ৩টি ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষ স্থানে চলে গেল অস্ট্রেলিয়া। আর ৩ ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পেরে পাকিস্তান থাকল টেবিলের একেবারে নীচে। আপাতত দ্বিতীয় থেকে সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড।

আরও পড়ুন 

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: তাজমিন ব্রিট্‌সের বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন করল সাউথ আফ্রিকা

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: রবিবারে আবার পাকিস্তানকে হারাল ভারত, আপাতত লিগ টেবিলের শীর্ষে

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২১তম ওভারে ৬৯ রানে প্রোটিয়াদের ইনিংস শেষ, ইংল্যান্ড জিতল ১০ উইকেটে   

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version