Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মিচেল স্যান্টনারের স্পিনের জাদুতে কাত নেদারল্যান্ডস, দ্বিতীয় জয় পেল...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: মিচেল স্যান্টনারের স্পিনের জাদুতে কাত নেদারল্যান্ডস, দ্বিতীয় জয় পেল নিউজিল্যান্ড

প্রকাশিত

নিউজিল্যান্ড: ৩২২-৭ (উইল ইয়ং ৭০, টম ল্যাথাম ৫৩, রয়েলফ ফ্যান ডেয়ার মেয়ারভে ২-৫৬, পাউল ফ্যান মিকেরেন ২-৫৯)  

নেদারল্যান্ডস: ২২৩ (৪৬.৩ ওভার) (কলিন আকারমান ৬৯, স্কট এডোয়ার্ডস ৩০, মিচেল স্যান্টনার ৫-৫৯, ম্যাট হেনরি ৩-৪০)

হায়দরাবাদ: প্রথম ম্যাচে গত বারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডকে হারানোর পর এ বারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয়ী হল নিউজিল্যান্ড। সোমবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে তারা নেদারল্যান্ডসকে হারাল ৯৯ রানে। ৫৯ বলে ৫ উইকেট দখল করা এবং ১৭ বলে অপরাজিত ৩৬ রান করার জন্য নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।   

চার দিন আগে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নিউজিল্যান্ডের উইল ইয়ং রানের খাতা খুলতে পারেননি। সোমবার দলের জন্য সর্বাধিক রান (৮০ বলে ৭০) করে সেই আপশোশ ঘোচালেন তিনি। ও দিকে ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র তাঁর দক্ষতা দেখিয়ে চলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করার পর আজ তিনি অর্ধশত রান (৫১ বলে ৫১) করলেন।

চার ব্যাটারের স্বচ্ছন্দ ব্যাটিং

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। সুযোগের পুরো সদ্ব্যবহার করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩২২ রান। বিনিময়ে ৭টি উইকেট হারায়। উইল ইয়ং, টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলের ব্যাটিং-এর সুবাদে নিউজিল্যান্ড ওই রানে পৌঁছোয়।

প্রথম উইকেটে ডেভন কনওয়ে (৪০ বলে ৩২ রান) এবং উইল ইয়ং-এর জুটির ৬৭ রান এবং দ্বিতীয় উইকেটে উইল ইয়ং ও ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্রের জুটির ৭৭ রান নিউজিল্যান্ডের ইনিংসের ভিত গড়ে দেয়। এর পরেও ইনিংসকে আরও শক্তপোক্ত করতে যোগ্য ভূমিকা নেন টম ল্যাথাম (৪৬ বলে ৫৩ রান) এবং ড্যারিল মিচেল (৪৭ বলে ৪৮ রান)।

২৫৪ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর টম ল্যাথামের সঙ্গী হন এ দিনের নায়ক মিচেল স্যান্টনার। তাঁর মারকুটে ব্যাটিং নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত পৌঁছে দেয় ৩২২ রানে। স্যান্টনার ১৭ বলে ৩৬ রান করে নট আউট থাকেন।    

স্যান্টনারের সঙ্গী ছিলেন হেনরি              

জয়ের জন্য প্রয়োজনীয় ৩২৩ রান তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের স্পিন মোকাবিলা করতে হিমসিম খেতে হয় নেদারল্যান্ডসের ব্যাটারদের। তিনি ৫৯ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। আর স্যান্টনারের সঙ্গী ছিলেন ফাস্ট-মিডিয়াম বোলার ম্যাট হেনরি। তিনি ৪০ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে নেদারল্যান্ডসের। প্রথম উইকেট পড়ে দলের ২১ রানে। ভারতীয় বংশোদ্ভূত বিক্রমজিৎ সিং ১২ রান করে হেনরির বলে বোল্ড হন। নেদারল্যান্ডসের ইনিংসে জুটি দানা বাঁধে চতুর্থ ও পঞ্চম উইকেটে। কলিন আকারমান ও ভারতীয় বংশোদ্ভূত আর-এক ক্রিকেটার তেজা নিদামানুরু চতুর্থ উইকেটে যোগ করেন ৫০ রান এবং আকারমান ও স্কট এডোয়ার্ডসের জুটি পঞ্চম উইকেটে যোগ করে ৪০ রান। কিন্তু শেষ পর্যন্ত ইনিংসের ২১ বল বাকি থাকতেই ২২৩ রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। ফলে ৯৯ রানে হার স্বীকার করতে হয় তাদের।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ধৈর্যের পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়াকে বধ করলেন কোহলি ও রাহুল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...