Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: শ্রীলঙ্কার বিদায়, পাকিস্তানের ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন নওয়াজ-তালাত

এশিয়া কাপ: শ্রীলঙ্কার বিদায়, পাকিস্তানের ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন নওয়াজ-তালাত

বৃহস্পতিবার পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের। ওই ম্যাচে যে জিতবে সেই দল ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে।

প্রকাশিত

শ্রীলঙ্কা: ১৩৩-৮ (কামিন্দু মেন্ডিস ৫০, শাহিন শাহ আফ্রিদি ৩-২৮, হুসেন তালাত ২-১৮)

পাকিস্তান: ১৩৮-৫ (মহম্মদ নওয়াজ ৩৮ নট আউট, হুসেন তালাত ৩২ নট আউট, মহিশ ঠিকসানা ২-২৪, ওয়ানিন্দু হসারঙ্গা ২-২৭)

আবু ধাবি: ষষ্ঠ উইকেটের জুটিতে অবিচ্ছেদ্য থেকে দেশকে জয়ে পৌঁছে দিলেন মহম্মদ নওয়াজ ও হুসেন তালাত। এই জয়ের ফলে এশিয়া কাপে ফাইনালে পৌঁছোনোর আশা বজায় থাকল পাকিস্তানের। সুপার ফোরের খেলায় বাংলাদেশ এবং পাকিস্তান, দুটি দলই ১টি করে ম্যাচ জিতেছে। বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে। ওই ম্যাচে যে জিতবে সেই দল ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে। আর পর পর ২টি ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। 

মঙ্গলবার আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে পাকিস্তান ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৩ রানে। ৮ উইকেট হারিয়ে তারা ওই রান তোলে। জবাবে ১২ বল বাকি থাকতেই জয় কব্জা করে পাকিস্তান। তারা তোলে ৫ উইকেটে ১৩৮ রান। জিতে যায় ৫ উইকেটে। ব্যাটিং ও বোলিং-এ সমান পারদর্শিতা দেখিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন হুসেন তালাত।

লড়াই করলেন একমাত্র কামিন্দু মেন্ডিস

শ্রীলঙ্কার একমাত্র কামিন্দু মেন্ডিস ছাড়া কেউই পাক বোলারদের বিরুদ্ধে তেমন লড়াই চালিয়ে যেতে পারেননি। কামিন্দু ছাড়া আর মাত্র চার জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছেছিলেন। এঁদের মধ্যে সর্বোচ্চ হল চরিত অসালঙ্কার ২০ রান। সুতরাং বোঝাই যাচ্ছে পাক বোলারদের কেমন মোকাবিলা করেছেন দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা। উইকেট পড়েছে ঘন ঘন। দলের ১ রানে ওপেনার কুশল মেন্ডিস কিছু রান না করেই ফিরে যান। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে আশা জিইয়ে রাখল পাকিস্তাম। ছবি ICC ‘X’ থেকে নেওয়া।

দলের ৪৩ রানে তৃতীয় উইকেট পড়তেই ব্যাট হাতে নামেন কামিন্দু মেন্ডিস। একপ্রান্তে তিনি খেলা চালিয়ে যেতে থাকেন আর অন্যপ্রান্তে শ্রীলঙ্কার উইকেট পড়তে থাকে। শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ আউট হয়ে কামিন্দু (৪৪ বলে ৫০ রান) যখন প্যাভিলিয়নে ফেরেন তখন দলের স্কোর ৭ উইকেটে ১২৩ রান। হাতে আর মাত্র ৮টি বল। শেষ ৮ বলে আরও ১০ রান ওঠে এবং আরও একটি উইকেটের পতন হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চরিত অসালঙ্কার দল করে ৮ উইকেটে ১৩৩ রান। শাহিন শাহ আফ্রিদি ২৮ রান দিয়ে ৩ উইকেট এবং হুসেন তালাত ১৮ রান দিয়ে ২ উইকেট দখল করেন।

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান

১৩৩ রান জয়ের পক্ষে খুব একটা কঠিন বাধা নয়। আর পাকিস্তান এমন ভাবে খেলা শুরু করে যাতে মনে হয়েছিল খুব সহজেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে। ৫.৩ ওভারে তারা পৌঁছে যায় ৪৫ রানে বিনা উইকেটে। জয়ের জন্য তখন আর দরকার ৮৯ রান, হাতে ১০ উইকেট এবং ১৪.৩ ওভার তথা ৮৭টি বল। অর্থাৎ গড়ে ওভারপ্রতি ৬-৭ রান করলেই জয় করায়ত্ত হয়ে যাবে পাকিস্তানের।

এই সময়ে হঠাৎই খেলার মোড় নিজেদের দিকে কিছুটা ঘুরিয়ে দিতে কিছুটা সমর্থ হন শ্রীলঙ্কার বোলাররা, বিশেষ করে মহিশ ঠিকসানা আর ওয়ানিন্দু হসারঙ্গা। মাত্র ৩৫ রানের মধ্যে ৫টি উইকেট পড়ে যায় পাকিস্তানের। শ্রীলঙ্কার সমর্থকদের মধ্যে আশার আলো জেগে ওঠে। কিন্তু ধীরে ধীরে সেই আশার আলো নিষ্প্রভ করে দেন ষষ্ঠ উইকেটের দুই ব্যাটার মহম্মদ নওয়াজ (২৪ বলে ৩৮ নট আউট) এবং হুসেন তালাত (৩০ বলে ৩২ নট আউট)। তাঁরা অবিচ্ছিন্ন থেকে দলের স্কোরে যোগ করেন ৫৮ রান। আর এভাবেই গুরুত্বপূর্ণ জয় হাসিল করে নেয় পাকিস্তান।

আরও পড়ুন

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুদূর মেলবোর্নে দেবীপক্ষের নবযুগ! দুর্গাপুজোয় পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবছর দুর্গাপুজোয় অভাবনীয় ঘটনা। শতাব্দী প্রাচীন রীতি ভেঙে প্রথমবার পৌরহিত্য করবেন এক মহিলা পুরোহিত, ডক্টর মধুমতী চট্টোপাধ্যায়।

টানা বৃষ্টির পর রোদ উঠল কলকাতায়, তবে বৃষ্টির সতর্কতা থাকছেই

কলকাতায় টানা বৃষ্টির পর বুধবার সকালে রোদ দেখা গেলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষযাত্রা জুবিন গার্গের, বিশ্বরেকর্ড গড়ল জনসমুদ্র

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হল জুবিন গর্গকে। বোন পালমি বঢ়ঠাকুর ভেঙে দিলেন প্রথা, মুখাগ্নি করলেন তিনিই। লিমকা বুক অফ রেকর্ডসে নাম লেখাল শোকস্তব্ধ জনসমুদ্র।

দুর্যোগের জেরে তিন দিন আগেই পুজোর ছুটি রাজ্যের স্কুল-কলেজে

দুর্যোগের জেরে তিন দিন আগেই শুরু হল রাজ্যের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুজোর ছুটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর।

আরও পড়ুন

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...