Homeখেলাধুলোক্রিকেটআইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস...

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

প্রকাশিত

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪)

কলকাতা নাইট রাইডার্স: ৭-০ (১ ওভার) (রহমানুল্লাহ গুরবাজ ১ নট আউট, সুনীল নারাইন ৪ নট আউট)

খবর অনলাইন ডেস্ক: বৃষ্টির জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম পঞ্জাব কিংস ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিল। প্রথমে ব্যাট করে পঞ্জাব নির্ধারিত ২০ ওভারে তোলে ৪ উইকেটে ২০১ রান। জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে কেকেআর মাত্র ১ ওভার খেলার সুযোগ পায়। তোলে ৭ রান। তার পরই বৃষ্টি নামে। খেলা আর শুরু করা যায়নি।

এ দিনের পরিত্যক্ত ম্যাচের পর পঞ্জাবের পয়েন্ট দাঁড়াল ৯ ম্যাচ থেকে ১১। আর সমসংখ্যক ম্যাচ থেকে কেকেআর-এর পয়েন্ট দাঁড়াল ৭। লিগ টেবিলে পঞ্জাব থাকল চতুর্থ স্থানে আর কেকেআর থাকল সপ্তম স্থানে।  

ব্যাটে ঝড় তুললেন প্রভসিমরন ও প্রিয়াংশ

অর্ধশত রান করলেন প্রিয়াংশ আর্য। ছবি: সঞ্জয় হাজরা।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে টসে জিতে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। এবং সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করে পঞ্জাব কিংস। দুর্দান্ত শুরু করে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং। ওপেনিং জুটিতে তাঁরা ১১.৫ ওভারে তোলেন ১২০ রান। কলকাতার বোলারদের নিয়ে ছেলেখেলা করেন দুই ব্যাটার। দু’জনেই অর্ধশত রান পূরণ করেন। শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৯ রান করে দলের ১২০ রানের মাথায় আন্দ্রে রাসেলের বলে বৈভব অরোরার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান প্রিয়াংশ। প্রিয়াংশের ৬৯ রানে ছিল ৪টে ছয় আর ৮টা চার।

প্রভসিমরনের সঙ্গী হন অধিনায়ক শ্রেয়স আইয়ার। দু’জনে ঝড় তোলেন ব্যাটিংয়ে। তাঁদের জুটিতে ২.৪ ওভারে যোগ হয় ৪০ রান। শেষ পর্যন্ত ১৭ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হন প্রভসিমরন। দলের ১৬০ রানের মাথায় বৈভব অরোরার বলে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্রভসিমরন। ৪৯ বলে ৮৩ রান করেন প্রভসিমরন। তাঁর ৮৩ রানে ছিল ৬টা ছয় আর ৬টা চার। তবে ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল। ইনিংসে আর মাত্র ১২ রান যোগ হওয়ার পরেই ফিরে যান ম্যাক্সওয়েল (৮ বলে ৭ রান)। তাঁকে বোল্ড করেন বরুণ চক্রবর্তী।

ব্যাটে ঝড় তুলেছিলেন প্রভসিমরন সিং। ছবি: সঞ্জয় হাজরা।

এর পর শ্রেয়সের সঙ্গে যোগ দেন মার্কো ইয়ানসেন। কিন্তু তিনিও বিশেষ কিছু করতে পারেননি। ৭ বলে ৩ রান করে বৈভবের বলে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব করে ৪ উইকেটে ২০১ রান। শ্রেয়স নট আউট থাকেন ১৬ বলে ২৫ রান করে এবং জোশ ইংলিস নট আউট থাকেন ৬ বলে ১১ রান করে।

বিঘ্ন সৃষ্টি করল বৃষ্টি

জয়ের জন্য কেকেআর-এর দরকার ছিল ২০২ রান। জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে মাত্র ১ ওভারে ৭ রান তোলার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখন ব্যাট করছিলেন রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারাইন। কিন্তু আর খেলা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...