খবর অনলাইন ডেস্ক: আজ বুধবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড়ো প্রতিযোগিতা রনজি ট্রফি। এই ক্রিকেট প্রতিযোগিতা এখন দুটি স্তরে বিভক্ত — এলিট ও প্লেট।
এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে। কোন দল কোন গ্রুপে রয়েছে দেখে নেওয়া যাক।
গ্রুপ এ – উত্তরপ্রদেশ, অন্ধ্র, সৌরাষ্ট্র, কর্নাটক, ওড়িশা, বরোদা, নাগাল্যান্ড ও বিদর্ভ।
গ্রুপ বি – তামিলনাড়ু, ঝাড়খণ্ড, কেরল, মহারাষ্ট্র, গোয়া, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ ও পঞ্জাব।
গ্রুপ সি – রেল, হরিয়ানা, বাংলা, উত্তরাখণ্ড, গুজরাত, অসম, সার্ভিসেস ও ত্রিপুরা,
গ্রুপ ডি – হায়দরাবাদ, দিল্লি, রাজস্থান, ছত্তীসগঢ়, জম্মু-কাশ্মীর, মুম্বই, পুদুচেরি ও হিমাচল প্রদেশ।

ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলকাতা, কানপুর, হায়দরাবাদ, রাজসমন্দ (রাজস্থান), শ্রীনগর, পুদুচেরি, ভীমপুর (সুরাত), অহমদাবাদ, দিল্লি এবং রাজকোটে।
বুধবার ইডেন গার্ডেন্স-এ বাংলা মুখোমুখি হচ্ছে উত্তরাখণ্ডের। খেলা শুরু সকাল সাড়ে নটায়। বাংলা দলের নেতৃত্ব দেবেন ভারতের প্রতিশ্রুতিমান খেলোয়াড় অভিমন্যু ঈশ্বরন। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিষেক পোড়েল। বোলিং আক্রমণের দায়িত্বে রয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি এবং ইংল্যান্ড সফরে ভারতের সাড়া জাগানো পেসার আকাশ দীপ। প্রধান কোচের দায়িত্বে লক্ষ্মীরতন শুক্লা।
ছবি: সঞ্জয় হাজরা
আরও পড়ুন: বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে