Homeখেলাধুলোক্রিকেটঅভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল...

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

প্রকাশিত

উত্তরাখণ্ড: ২১৩, ২৬৫ (পি চোপরা ৮২, কুনাল চান্দেলা ৭২, মহম্মদ শামি ৪-৩৮, ঈশান পোড়েল ২-৬৩)
বাংলা: ৩২৩, ১৫৬-২ (অভিমন্যু ঈশ্বরণ ৭১ নট আউট, সুদীপ ঘরামি ৪৬, আর কুমার ১-২০)

নিজস্ব প্রতিনিধি: ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। সেই সুবাদে ভারতীয় দলে নিয়মিত ডাক পান। কিন্তু প্রথম একাদশে কিছুতেই তাঁর জায়গা হয় না। রিজার্ভ বেঞ্চেই বসে থাকেন। আর দ্বিতীয়জন ভারতীয় দলের কার্যত সর্বশ্রেষ্ঠ পেসার হয়েও চোট-আঘাতের জন্য দীর্ঘদিন টিমের বাইরে। চোট-আঘাতমুক্ত হয়েছেন বেশ কিছু দিন হল, তবু জাতীয় দলে ডাক পাচ্ছেন না। প্রথমজন অভিমন্যু ঈশ্বরণ ও দ্বিতীয়জন মহম্মদ শামি। সেই অভিমন্যুর ব্যাটিং এবং শামির বোলিংয়ের সুবাদে বাংলা রনজি ট্রফির এলিট ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারিয়ে দিল।

শনিবার ইডেনে রনজি ম্যাচের চতুর্থ দিনে উত্তরাখণ্ড ২ উইকেটে ১৬৫ রান হাতে নিয়ে ব্যাট করতে নামে। কিন্তু বাকি ৮ উইকেটে মাত্র ১০০ রান যোগ করে তারা। ২৬৫ রানে গুটিয়ে যায় উত্তরাখণ্ড। জয়ের জন্য বাংলার দরকার ছিল ১৫৫ রান। মাত্র ২ উইকেট খুইয়ে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিমন্যুর অপরাজিত ৭১ এবং সুদীপ ঘরামির ৪৬ রানের সুবাদে বাংলা করে ২ উইকেটে ১৫৬ রান। বাংলা জিতল ৮ উইকেটে।

প্রথম ইনিংসে উত্তরাখণ্ড ২১৩ রানে গুটিয়ে গিয়েছিল। একমাত্র  সফল ব্যাটার লালওয়ানি করেন ৭১ রান। বাংলার সুরজ সিন্ধু জয়সওয়াল ৫৪ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। শামি ৩৭ রান দিয়ে ৩ উইকেট এবং পোড়েল ৩০ রান দিয়ে ৩ উইকেট   পান।

জবাবে বাংলা প্রথম ইনিংসে ১১০ রানের লিড পায়। এর মূলে রয়েছে সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ রান এবং সুমন্ত গুপ্তের ৮২ রান। অভিমন্যু ঈশ্ববণ শূন্য রানে ফিরে গিয়েছিলেন।

তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল উত্তরাখণ্ড। অন্যতম ওপেনার এ সুধা দলের ১ রানে ফিরে গেলেও আর-এক ওপেনার পি চোপরা এবং তিন নম্বর ব্যাটার কে চান্দেলার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে দিনের শেষে উত্তরাখণ্ড করে ২ উইকেটে ১৬৫ রান।

কিন্তু চতুর্থ দিনের খেলা শুরু হতে ম্যাচের মোড় পুরো ঘুরিয়ে দিলেন বাংলার বোলাররা, বিশেষ করে শামি, পোড়েল এবং আকাশদীপ। উত্তরাখণ্ড গুটিয়ে গেল ২৬৫ রানে। প্রথম ইনিংসে বাংলা এগিয়েছিল ১১০ রানে। সুতরাং জয়ের জন্য বাংলার দরকার ছিল ১৫৫ রান।

প্রথম ইনিংসে কিছু করতে না পারার খেদ নিশ্চয় ছিল অভিমন্যুর। সেই খেদ তিনি মেটালেন দ্বিতীয় ইনিংসে। দলের ৫১ রানে অন্যতম ওপেনার সুদীপ চট্টোপাধ্যায় ১৬ রানে ফিরে গেলে অভিমন্যুর সঙ্গী হন সুদীপ ঘরামি। দু’জনে রান নিয়ে গেলেন ১২৭-এ। সুদীপ ঘরামি আউট হওয়ার পর অভিমন্যুর সঙ্গে জুটি বাঁধেন বিশাল ভাটি। দু’জনে বাংলার কাঙ্খিত জয় এনে দেন। অভিমন্যু ৭১ রানে আর বিশাল ১৬ রানে নট আউট থাকেন। দুটি ইনিংস মিলিয়ে ৭টি উইকেট দখল করার সুবাদে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন মহম্মদ শামি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।