ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেবে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ২৪ বলে ৩৪ রানের দাপুটে ইনিংস খেললেন রিচা। তাঁর ব্যাট থেকে এল তিনটি চার ও দুটি ছক্কা। এই দুই ছক্কার সুবাদে রিচা তৈরি করলেন এক অনন্য রেকর্ড—এক বিশ্বকাপের আসরে সর্বাধিক ছক্কার মালিক হলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ তারকা ডিয়ান্দ্রা ডটিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লির সঙ্গে এই মুহূর্তে রিচা ঘোষ যৌথভাবে শীর্ষে রয়েছেন । তিনজনেরই নামের পাশে ছক্কার সংখ্যা ১২। ডটিনের এই রেকর্ড ছিল ২০১৩ সালের বিশ্বকাপ থেকে, আর লিজেল লি করেছিলেন ২০১৭ সালে।
মাত্র প্রথম বিশ্বকাপ খেলেই রিচা যেন নিজের জাত চিনিয়ে দিয়েছেন। পুরো টুর্নামেন্টে তিনি ৮ ইনিংসে করেছেন ২৩৫ রান, গড় ৩৯.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৩-এরও বেশি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই করেছেন তাঁর সেরা ইনিংস — ৯৪ রান। সবচেয়ে বড় কথা, ইনিংসের শেষ দশ ওভার অর্থাৎ ৪১ থেকে ৫০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন রিচা। এই ফেজে তাঁর রান ১৮৫, স্ট্রাইক রেট ১৬৫.১৭ — যা পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ।
ফাইনালে দক্ষিণ আফ্রিকা টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা (৪৫) ও শেফালি বর্মা (৮৭)-এর শতরানের জুটি দলকে শুরুতে মজবুত ভিত দেয়। এরপর জেমিমা রড্রিগুয়েজ (২৪), হরমনপ্রীত কৌর (২০) ও দীপ্তি শর্মার (৫৮) ইনিংসে স্কোর পৌঁছোয় ২৯৮/৭-এ। শেষের দিকে রিচার ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংস পায় গতি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবোঙ্গা খাকা নেন ৩ উইকেট (৩/৫৮)।
ফাইনালে ভারতের জয়ের পাশাপাশি রিচা ঘোষের এই রেকর্ডে যোগ হল গর্বের নতুন অধ্যায়। মাত্র ২২ বছর বয়সে তিনি প্রমাণ করলেন, ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ তাঁর কাঁধেই আরও উজ্জ্বল হয়ে উঠছে।
আরও পড়ুন: ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা


