Homeখেলাধুলোআইপিএলআইপিএল: নিলামে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ, ২০ কোটির বেশি দর পেলেন শ্রেয়স...

আইপিএল: নিলামে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ, ২০ কোটির বেশি দর পেলেন শ্রেয়স আইয়ার ও বেঙ্কটেশ আইয়ারও

প্রকাশিত

খবর অনলআইন ডেস্ক: আইপিএল-এ ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। ২০২৫-এ ১৮ বছরে পড়বে ক্রিকেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজ পর্যন্ত এত দর কেউ পাননি। এ বারের আইপিএল-এ ঋষভ পন্থের দাম উঠল ২৭ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করেও ঋষভকে আটকাতে পারল না। পন্থকে কার্যত ছিনিয়ে নিল সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্টস।

ঋষভের মতোই ২০ কোটি টাকার বেশি দর পেলেন আরও দুই ভারতীয় ক্রিকেটার – শ্রেয়স আইয়ার ও বেঙ্কটেশ আইয়ার। গত বছর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) চ্যাম্পিয়ন করেছিলেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এ বছর শ্রেয়সেরই অনুরোধে কেকেআর তাঁকে দলে রাখেনি। শ্রেয়স নিলামেরই পথ বেছে নেন। সেই শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।

বেঙ্কটেশ আইয়ারও কেকেআর-এর খেলোয়াড়। তাঁকেও এ বার ছেড়ে দিয়েছিল তাঁর দল। সেই পুরনো ক্রিকেটারকেই ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে ফের কিনল কেকেআর।

রবিবার দুপুরে (ভারতীয় সময় বিকেলে) সৌদি আরবের জেড্ডায় আইপিএল নিলামের আসর বসে। প্রথম দিন নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে বিক্রি হলেন ৭০ জন। ২৪ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হলেন প্রথম দিনে। সোমবারও নিলামের আসর বসবে।    

আরও যাঁরা এ দিন বিক্রি হলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় টেস্ট দলের ওপেনার লোকেশ রাহুল, পেস বোলার মহম্মদ শামি, বিখ্যাত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রমুখ। ১৪ কোটি টাকায় রাহুলকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস। ১০ কোটি টাকায় শামিকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস কিনল রবিচন্দ্রন অশ্বিনকে।

ইদানীং ভারতের টি-টোয়েন্টি দলে তেমন আর সুযোগ পাচ্ছেন না যুজবেন্দ্র চহাল। কিন্তু আইপিএলে ভাল দাম উঠল তাঁর। ১৮ কোটি টাকায় তাঁকে কিনল পঞ্জাব কিংস। বোলার আরশদীপ সিংহকেও কিনল পঞ্জাব কিংস ১৮ কোটি দিয়ে।

এ বারের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছে পঞ্জাব কিংস – ১১০ কোটি ৫০ লক্ষ টাকা। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮৩ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস ৭৩ কোটি টাকা নিয়ে নিলামে এসেছে। চার নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। দু’ দলেরই থলিতে রয়েছে ৬৯ কোটি টাকা করে। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ৫৫ কোটি টাকা এবং কেকেআর ৫১ কোটি টাকা নিয়ে নিলামে এসেছে। মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৪৫ কোটি টাকা করে। আর সবচেয়ে কম টাকা রাজস্থান রয়্যালসের – ৪১ কোটি টাকা।   

এ দিনের নিলামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহ। ছিলেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের বাকি আধিকারিকেরাও। এ ছাড়াও আইপিএল-এর দশটি দলের মালিকেরাও উপস্থিত ছিলেন নিলামে। মুম্বইয়ে নীতা ও আকাশ অম্বানি, দিল্লিতে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজস্থানে রাহুল দ্রাবিড়, লখনউয়ের টেবিলে সঞ্জীব গোয়েন্‌কা, কলকাতার টেবিলে বেঙ্কি মাইসোর, ডোয়েন ব্রাভো প্রমুখকে দেখা গেল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

আরও পড়ুন

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...

অ্যাশেজে ভরাডুবির পর ম্যাককালামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, ইংল্যান্ড কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম প্রস্তাব মন্টি পানেসারের

খবর অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি হতাশাজনক সফরের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের...