ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের নামে চেন্নাইয়ের একটি রাস্তার নামকরণ হতে চলেছে। টাইমস অফ ইন্ডিয়া-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেটার চেন্নাই কর্পোরেশন (GCC) পশ্চিম মাম্বালামের রামকৃষ্ণপুরম ফার্স্ট স্ট্রিটের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অশ্বিনের মালিকানাধীন ক্যারম বল ইভেন্ট এবং মার্কেটিং কোম্পানি প্রাইভেট লিমিটেড এই প্রস্তাব জমা দিয়েছিল। তারা স্থানীয় আর্য গৌড়া রোড বা রামকৃষ্ণপুরম ফার্স্ট স্ট্রিটের নাম পরিবর্তনের জন্য আবেদন করেছিল।
এর আগে বহু ক্রিকেটারের নামে রাস্তার নামকরণ করা হয়েছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্করের নামে ওয়েলিংটন, তাঞ্জাভুর এবং কাসারগোডে তিনটি রাস্তার নামকরণ করা হয়েছে। কপিল দেবের নামেও ওয়েলিংটনে একটি রাস্তা রয়েছে। পাশাপাশি, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের নামে কুইন্সল্যান্ডে একটি রাস্তা রয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, রবিচন্দ্রন অশ্বিন ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আইপিএল খেলবেন। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সিএসকে-র হয়ে খেলেছিলেন এবং পরে এই দল ছেড়ে যান।
সর্বশেষ, তিনি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন এবং ২০২২ সালে দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিলেন। এখন সিএসকে-তে ফিরে আসার মাধ্যমে, অশ্বিন দলের সমর্থকদের পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে চাইবেন এবং সিএসকে-কে তাদের ষষ্ঠ আইপিএল শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আইপিএল ২০২৫-এ সিএসকে তাদের অভিযান শুরু করবে ২৩ মার্চ। ওই দিন তারা এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। এটি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ।
প্রসঙ্গত, ২০২৪ সালের আইপিএল মরশুম সিএসকে-র জন্য হতাশাজনক ছিল। দল প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল এবং পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে যাওয়ায় তাদের প্লে-অফ স্বপ্ন শেষ হয়ে যায়।


