Homeখেলাধুলোক্রিকেটসব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

প্রকাশিত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান সব ধরনের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করার পর, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তিনি জানালেন, মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে। শনিবার একটি ভিডিয়োবার্তায় ধাওয়ান অবসরের কথা জানিয়ে দেন। তার পরে সোমবার তিনি স্পষ্ট করে দেন, লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার মাধ্যমে তিনি আবার ক্রিকেট মাঠে দেখা দেবেন।

ধাওয়ান বলেন, তিনি আর আইপিএল বা কোনও ঘরোয়া প্রতিযোগিতায় খেলবেন না, তবে লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলতে চান। এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই খেলে ফেলেছেন ভারতীয় দলের একাধিক প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার, যেমন সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, ইরফান পাঠান এবং রবিন উথাপ্পা। সেই তালিকাতেই এবার নাম লেখাতে চলেছেন ধাওয়ান।

শনিবার সমাজমাধ্যমে তাঁর অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান লেখেন, “আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।” এক ভিডিওবার্তায় তিনি আরও বলেন, “আমার একটাই লক্ষ্য ছিল দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে।”

ধাওয়ানের ক্রিকেট জীবন ছিল রঙিন। দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি এক দিনের ম্যাচ এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে সাতটি শতরান এবং এক দিনের ক্রিকেটে ১৭টি শতরান করেছেন ধাওয়ান। রোহিত শর্মার সঙ্গে তাঁর ওপেনিং জুটি বহু ম্যাচে ভারতকে সাফল্য এনে দিয়েছে। বিশেষ করে আইসিসি প্রতিযোগিতায় তাঁদের জুটির সাফল্য ছিল চোখে পড়ার মতো। ধাওয়ান ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ বার ভারতের হয়ে খেলেছিলেন। এরপর আর সুযোগ না পেয়ে অবসরের ঘোষণা করেছেন এই ৩৮ বছরের বাঁহাতি ওপেনার।

আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে সরে এলেও ধাওয়ানকে আবার ক্রিকেট মাঠে দেখা যাবে লেজেন্ডস লিগ ক্রিকেটে। নতুন রূপে তাঁর এই প্রত্যাবর্তন আবারো সমর্থকদের মন ভরাবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...