ভারতের ক্রিকেটে বড় পরিবর্তন। শুভমন গিলকে টিম ইন্ডিয়ার নতুন একদিনের অধিনায়ক ঘোষণা করল বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে গিল নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন শ্রেয়স আইয়ার, যিনি সম্প্রতি আইপিএলে টানা দুই মরসুমে দলকে ফাইনালে তুলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক পারফরম্যান্সে উজ্জ্বল।
প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি ফিরছেন জাতীয় দলে, তবে রোহিতের আর কোনও নেতৃত্বের দায়িত্ব থাকবে না। নির্বাচকদের বক্তব্য অনুযায়ী, এবার থেকে রোহিত ও কোহলির অন্তর্ভুক্তি হবে সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে। ফলে ২০২৭ সালের বিশ্বকাপে রোহিতের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠছে।
দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন
- জসপ্রিত বুমরাহ-কে বিশ্রাম দেওয়া হয়েছে ওডিআই সিরিজের জন্য।
- যশস্বী জয়সওয়াল ফিরেছেন দলে, তবে ব্যাক-আপ ওপেনারের ভূমিকায়।
- এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ওপেনার অভিষেক শর্মা একদিনের দলে সুযোগ পাননি।
- পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক সূর্যকুমার যাদব, সহ-অধিনায়ক গিল।
- চোটের কারণে বাইরে হার্দিক পাণ্ডিয়া, তবে দলে যুক্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর ও তরুণ নিতীশ কুমার রেড্ডি।
ধারাবাহিক আইয়ার
ওডিআই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা শ্রেয়স আইয়ারকে নির্বাচকরা ভরসা করছেন তাঁর ধারাবাহিকতার কারণে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
নির্বাচকদের বক্তব্য
যদিও ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকর এ বিষয়ে কোনও স্পষ্ট মন্তব্য করেননি। তবে এশিয়া কাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা অভিষেক শর্মার নাম না থাকা নিয়ে ক্রিকেট মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
ভারতের এক দিনের দল: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিংহ এবং ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: রাহুল-ধ্রুব-জাদেজার সেঞ্চুরি, বড়ো স্কোরের দিকে এগিয়ে চলেছেন শুভমনরা