খবর অনলাইন ডেস্ক: টেস্ট ম্যাচে ভারতের হারের পর কলকাতার ইডেন গার্ডেনসের পিচ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মাত্র তিন দিনেরও কম সময়ে শেষ হয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হারের পর ক্রিকেট বিশ্লেষকদের বড় অংশই প্রশ্ন তুলেছেন পিচের মান নিয়ে। মাত্র ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ভারতীয় দল ব্যর্থ হওয়ায় পিচকে দায়ী করা শুরু হয়েছে নানা মহলে। এবার সেই দলে যুক্ত হলেন সৌরভ গাঙ্গুলি। তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, এ রকম উইকেটই তাঁরা চেয়েছিলেন।
কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মত ভিন্ন। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গম্ভীর নিজেই কিউরেটরকে এমন উইকেট তৈরির নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ভবিষ্যতে এই নীতি বদল করা উচিত।
সৌরভ বলেন, “কোনো বিতর্ক নেই। এটা সেরা টেস্ট উইকেট ছিল না এবং দুর্ভাগ্যবশত ভারত হেরেছে। ১২০ রান তুলতে না পারাটা দুর্ভাগ্যের। গম্ভীরই বলেছেন, এমন পিচ তিনি চেয়েছিলেন এবং সেইমতো নির্দেশও দিয়েছিলেন।”
তিনি আরও জানান, দ্রুত ফল এলেও তা টেস্ট ক্রিকেটের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাঁর মতে, ভারতকে ভালো পিচেই ম্যাচ জেতার পরিকল্পনা করা উচিত।
গম্ভীরের প্রতি ব্যক্তিগত প্রশংসা জানিয়ে সৌরভ বলেন, “আমি গৌতমকে খুব পছন্দ করি। ইংল্যান্ডে, ওয়ানডে ও টি২০-তে সে ভালো করেছে। আমরা একসঙ্গে আরও কাজ করব। কিন্তু আমাদের ভালো পিচে খেলতে হবে।”
বোলারদের প্রতি আরও বিশ্বাস রাখার কথা গম্ভীরকে মনে করিয়ে দেন সৌরভ।
“তার বুমরাহ, সিরাজ, শামির ওপর ভরসা রাখতে হবে—এরা ম্যাচ জেতাতে পারে। স্পিনাররাও তো টেস্ট জিতিয়ে দেয়”, মন্তব্য সৌরভের।
শেষে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি— “টেস্ট ম্যাচ পাঁচ দিনে জিততে হয়, তিন দিনে নয়।”


