Home খেলাধুলো ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: পারল না আফগানরা, রিকেলটনের সেঞ্চুরিতে ভর করে অনায়াসে জিতে...

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: পারল না আফগানরা, রিকেলটনের সেঞ্চুরিতে ভর করে অনায়াসে জিতে গেল প্রোটিয়ারা

জয়ের কান্ডারি রায়ান রিকেলটন। ICC 'X' ছবি থেকে নেওয়া।

সাউথ আফ্রিকা: ৩১৫-৬ (রায়ান রিকেলটন ১০৩, টেম্বা বাভুমা ৫৮, মহম্মদ নবি ২-৫১)

আফগানিস্তান: ২০৮ (৪৩.৩ ওভার) (রহমত শাহ ৯০, কাগিসো রাবাদা ৩-৩৬, উইয়ান মুল্ডার ২-৩৬, লুঙ্গি এনগিডি ২-৫৬)  

করাচি: না, এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুক্রবার কোনো আপসেট হল না। গ্রুপ বি-র প্রথম ম্যাচে আফগানিস্তানকে হেলায় হারাল সাউথ আফ্রিকা। প্রথমে ব্যাট করে রায়ান রিকেলটনের শতরান এবং অধিনায়ক টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করামের অর্ধশত রানে ভর করে সাউথ আফ্রিকা করে ৬ উইকেটে ৩১৫ রান। জবাবে ৬.৩ ওভার বাকি থাকতেই আফগানিস্তান গুটিয়ে যায় ২০৮ রানে। ফলে সাউথ আফ্রিকা জিতে যায় ১০৭ রানে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন রায়ান রিকলটন।

সাউথ আফ্রিকার স্বচ্ছন্দ ব্যাটিং    

শুক্রবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় সাউথ আফ্রিকা। দলের ২৮ রানে মহম্মদ নবির বলে আজমাতুল্লাহ ওমরজাইকে ক্যাচ দিয়ে দলের অন্যতম ওপেনার টোনি দ্য জোর্জি প্যাভিলিয়নে ফিরে গেলেও বিন্দুমাত্র অসুবিধায় পড়েনি প্রোটিয়ারা। আর এক ওপেনার রায়ান রিকেলটন অধিনায়ক টেম্বা বাভুমাকে সঙ্গী করে রান পৌঁছে দেন ১৫৭-য়। দ্বিতীয় উইকেটের জুটিতে ১২৯ রান যোগ হওয়ার পিছনে বাভুমার অবদান ছিল ৭৬ বলে ৫৮ রান। এর পর রিকেলটনকে সঙ্গ দেন রাসি ভ্যান ডার ডুসেন। তিনিও অর্ধশত রান (৪৬ বলে ৫২) পূর্ণ করেন।

ইতিমধ্যে ১০৬ বলে ১০৩ রান করে দলের ২০১ রানের মাথায় বিদায় নেন রিকেলটন। এর পর সাউথ আদ্রিকার ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ডুসেন এবং আইডেন মার্করাম। মারকুটে ব্যাটিং করে মার্করাম ৩৬ বলে ৫২ রান করে নট আউট থাকেন। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩১৫ রান।

লড়াই দেখাতে পারল না আফগানরা

ইদানীং আফগানিস্তানের খেলায় বেশ উন্নতি হয়েছে। তারা আর হেলাফেলার দল নয়। ক্রিকেটে প্রতিষ্ঠিত দেশগুলিকে মাঝেমাঝেই বেশ বেগ দেয় তারা এবং জয়ও ছিনিয়ে নেয়। কিন্তু এ দিন কেমন যেন নিঃস্পৃহ দেখাল আফগানদের। জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে একমাত্র রহমত শাহ ছাড়া কোনো ব্যাটারই সাউথ আফ্রিকার বোলারদের মোকাবিলাই করতে পারলেন না।

আফগানিস্তানের ইনিংসে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। দলের ৫০ রানে ৪টি উইকেট পড়ে যাওয়ার পরে দলের হাল ধরেন রহমত শাহ এবং কিছুটা আজমাতুল্লাহ ওমরজাই। এর পর একেবারে শেষ পর্যন্ত নিজের উইকেট ধরে রেখে রহমত (৯২ বলে ৯০ রান) দলের অন্যদের পতন দেখে যান। শেষ পর্যন্ত ৪৪তম ওভারের তৃতীয় বলে রাবাদার বলে রহমত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ২০৮ রানে আফগান ইনিংসের সমাপতন ঘটে। সাউথ আফ্রিকার হয়ে বেশির ভাগ উইকেট দখল করেন কাগিসো রাবাদা (৩৬ রানে ৩ উইকেট), উইয়ান মুল্ডার (৩৬ রানে ২ উইকেট) এবং লুঙ্গি এনগিডি (৫৬ রানে ২ উইকেট)।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version