Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল ক্লার্কের ব্যাট থেকে

ভারতের ২৫১ রানের জবাবে সাউথ আফ্রিকা ৭ বল বাকি থাকতে করল ৭ উইকেটে ২৫২ রান। তারা জিতে গেল ৩ উইকেটে।

প্রকাশিত

ভারত: ২৫১ (৪৯.৫ ওভার) (রিচা ঘোষ ৯৪, প্রতীকা রাওয়াল ৩৭, ক্লোয়ে ট্রায়ন ৩-৩২, মেরিজেন কাপ ২-৪৫)

সাউথ আফ্রিকা: ২৫২-৭ (৪৮.৫ ওভার) (নাদিনে ডি ক্লার্ক ৮৪ নট আউট, লরা উলভার্ট ৭০, স্নেহ রানা ২-৪৭, ক্রান্তি গৌড় ২-৫৯)

বিশাখাপত্তনম: কাজে এল না বাংলার রিচা ঘোষের দুরন্ত লড়াই। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত হেরে গেল প্রোটিয়াদের কাছে। ভারতের ২৫১ রানের জবাবে সাউথ আফ্রিকা ৭ বল বাকি থাকতে করল ৭ উইকেটে ২৫২ রান। তারা জিতে গেল ৩ উইকেটে। ৫৪ বলে ৮৪ রান করে সাউথ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক হলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

একদিনের ক্রিকেটে বিশ্ব র‍্যাঙ্কিং-এ তিন নম্বর স্থানে থাকা ভারত এবারের বিশ্বকাপে বৃহস্পতিবারই প্রকৃত শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি পড়ে। এর আগে তারা হারিয়েছে প্রতিযোগিতার দুই দুর্বল দলকে – পাকিস্তান এবং শ্রীলঙ্কা। প্রথম কঠিন প্রতিদ্বন্দ্বীর সামনে পড়ে হারতে হল ভারতকে। আর একই সঙ্গে প্রকাশ হয়ে পড়ল বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় দলের দুর্বলতা, বিশেষ করে বোলিং আর ফিল্ডিং-এ।

আট নম্বরে নেমে ঝড় তুললেন রিচা

বিশাখাপত্তনমের ড. ওয়াই এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকা। ভারতের দুই ওপেনার প্রতীকা রাওয়াল এবং স্মৃতি মন্ধানা ভালোই শুরু করেন। দলের ৫৫ রানে স্মৃতি (৩২ বলে ২৩ রান) ফিরে যেতে প্রতীকার সঙ্গী হন হরলীন দেওল। দ্বিতীয় উইকেটে ২৮ রান যোগ হওয়ার পরে হরলীন (২৩ বলে ১৩ রান) ফিরে যেতেই বিপাকে পড়ে ভারত। ১০২ রানের মধ্যে ৬টি উইকেট হারান হরমনপ্রীতরা। এই টুর্নামেন্টে অধিনায়ক হরমনপ্রীত (২৪ বলে ৯ রান)  বিশেষ কিছু করতে পারছেন না। এ দিনও তার ব্যত্যয় হল না।

মারমুখী রিচা। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

দলের ১০২ রানে দীপ্তি শর্মা ফিরে যেতে আমনজোত কৌরের সঙ্গে জুটি বাঁধেন রিচা ঘোষ। আগের দিনের মতোই আট নম্বরে নেমে ঝড় তুললেন রিচা। এ ঝড়ের বেগ আগের দিনের চেয়েও বেশি ছিল। সপ্তম উইকেটে যোগ হল ৫১ রান, যার বেশিটাই এল রিচার ব্যাট থেকে। দলের ১৫৩ রানে আমনজোত (৪৪ বলে ১৩ রান) ফিরে যেতে রিচার সঙ্গী হন স্নেহা রানা। হাতে তখন মাত্র ১০ ওভার। শেষ ১০ ওভারে রিচা প্রথমে স্নেহা এবং পরে শ্রীচরণীর সঙ্গে জুট বেঁধে যোগ করলেন ৯৮ রান। এর বেশিটাই এল রিচার ব্যাট থেকে। স্নেহা করলেন ২৪ বলে ৩৩ রান আর রিচা ৪টি ছক্কা আর ১১টি চারের মাধ্যমে করলেন ৯৪ রান। ৫০তম ওভারের চতুর্থ বলে ছয় মেরে শতরান পূর্ণ করতে গিয়ে প্রায় সীমানার কাছে লরা উলভার্টের হাতে ধরা পড়ে গেলেন। পরের বলেই ফিরে গেলেন শ্রীচরণী কোনো রান না করে। এক বল বাকি থাকতেই ২৫১ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস।

খেলার মোড় ঘোরালেন ক্লার্ক

২৫১ রান লড়াই করার পক্ষে খুব একটা কম নয়। সেটা আরও সত্যি মনে হচ্ছিল যখন ৮১ রানের মধ্যে সাউথ আফ্রিকা ৫টি উইকেট হারায়। একমাত্র ওপেনার লরা উলভার্ট ছাড়া কেউই তেমন রান তুলতে পারেননি। ৮১ রানে পঞ্চম উইকেট পড়ার পর লরার সঙ্গী হন ক্লোয়ে ট্রায়ন। তাঁরা দু’জনে যোগ করেন ৬১ রান। ১১১ বলে ৭০ রান করে লরা ফিরে যেতে মাঠে নামেন নাদিনে ডি ক্লার্ক। প্রথমে ট্রায়নকে সঙ্গী করে এবং পরে প্রায় একা খেলার মোড় ঘুরিয়ে দেন ক্লার্ক। ব্যাটে কী রকম ঝড় তুলেছিলেন ক্লার্ক, তা একটি পরিসংখ্যান দিলেই বোঝা যাবে। ট্রায়ন যখন বিদায় নেন তখন দলের রান ২১১। এর পর মাঠে নামেন আয়বঙ্গা খাকা। খাকাকে সঙ্গী করে ক্লার্ক জয়ের লক্ষ্যে পৌঁছে যান। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন অবস্থায় যোগ করেন ৪১ রান। এর মধ্যে খাকার অবদান মাত্র ১ রান। ৫টি ছয় আর ৮টি চারের মাধ্যমে ৫৪ বলে ৮৪ করে নট আউট থাকেন ক্লার্ক। সাউথ আফ্রিকা জিতে যায় ৩ উইক্কেটে।

লিগ টেবিলে কে কোথায়

এ দিনের জয়ের পরে সাউথ আফ্রিকা লিগ টেবিলে উঠে এল চতুর্থ স্থানে। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমসংখ্যক খেলায় একই পয়েন্ট সংগ্রহ করে নেট রানরেটের হিসাবে ভারত থাকল তৃতীয় স্থানে। টেবিলের প্রথম দুটি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। পঞ্চম থেকে অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

আরও পড়ুন

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: মুনির শত রান, কিং-এর অর্ধশত রান, গার্থের বল ইতিহাস রচনা করতে দিল না পাকিস্তানকে

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: তাজমিন ব্রিট্‌সের বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন করল সাউথ আফ্রিকা

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: রবিবারে আবার পাকিস্তানকে হারাল ভারত, আপাতত লিগ টেবিলের শীর্ষে

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...