Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বিপর্যয় রুখে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার,...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বিপর্যয় রুখে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার, স্টুব্‌স   

প্রকাশিত

নেদারল্যান্ডস: ১০৩-৯ (সিব্রান্ড এঙ্গেলব্রেশ্‌ট ৪০, লোগান ফান বিক ২৬, ওটনিল বার্টম্যান ৪-১১, আনরিখ নর্তজে ২-১৯)

দক্ষিণ আফ্রিকা: ১০৬-৬ (১৮.৫ ওভার) (ডেভিড মিলার ৫১, ট্রিস্টান স্টুব্‌স ৩৩, ভিভিয়ান কিংমা ২-১২, লোগান ফান বিক ২-২১)  

খবর অনলাইন ডেস্ক: ৪ উইকেটে ১২ রান। দলের সমর্থকদের চিন্তায় ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের দেওয়া ১০৪ রানের লক্ষ্যমাত্রা থেকে কি দক্ষিণ আফ্রিকা? শেষ পর্যন্ত আসল কাজটি সারলেন ট্রিস্টান স্টুব্‌স এবং ডেভিড মিলার। ডেভিড মিলার ৫১ বলে ৫৯ রান করে নট আউট থাকলেন। নির্ধারিত ২০ ওভারের ৭ বল বাকি থাকতে নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা।    

শনিবার ভারতীয় সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘ডি’-র ম্যাচে পর পর ২টি ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা।

৪৮ রানের মধ্যেই ৬ উইকেট  

টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবিলা করতে না পেরে ৪৮ রানের মধ্যেই ৬ উইকেট হারায় নেদারল্যান্ডস। ওটনিল বার্টম্যান, আনরিখ নর্তজে এবং মার্কো ইয়ানসেন উইকেটগুলি দখল করেন। সপ্তম উইকেটের জুটিতে ৫৪ রান যোগ করে দলের মুখ কিছুটা রক্ষা করেন সিব্রান্ড এঙ্গেলব্রেশ্‌ট (৪৫ বলে ৪০ রান) এবং লোগান ফান বিক (২২ বলে ২৩ রান)। ১০২ রানের মাথায় বার্টম্যানের বলে ইয়ানসেনকে ক্যাচ দিয়ে এঙ্গেলব্রেশ্‌ট আউট হতেই আবার বিপর্যয় ঘনিয়ে আসে। ১০২ রানেই আউট হন টিম প্রিঙ্গল এবং ১০৩ রানের মাথায় আউট হন লোগান ফান বিক। ততক্ষণে নির্ধারিত ২০ ওভারও শেষ।

৪ উইকেটে ১২ রান থেকে এল জয়      

জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে বিশাল বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। এর মধ্যে দলের অন্যতম ওপেনার কুইন্টন ডি কক খাতা খোলার আগেই রান আউট হন। আর-এক ওপেনার রিজা হেনড্রিক্স লোগান ফান বিকের বলে বোল্ড হন। আইডেন মার্করামও শূন্য রানে বিদায় নেন ভিভিয়ান কিংমার বলে স্কট এডোয়ার্ডসকে ক্যাচ দিয়ে। চতুর্থ ব্যাটার হাইনরিখ ক্লাসেন ৭ বলে ৪ রান করে বাস ডে লিডের বলে ফান বিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

এর পর দলকে বিপদ থেকে টেনে তোলেন ট্রিস্টান স্টুব্‌স এবং ডেভিড মিলার। পঞ্চম উইকেটে তাঁরা যোগ করেন ৬৫ রান। দলের ৭৭ রানের মাথায় স্টুব্‌স ডে লিডের বলে ফান বিককে ক্যাচ দিয়ে বিদায় নেন। ক্রিজে আসেন মার্কো ইয়ানসেন। দলের ৮৮ রানে ইয়ানসেন বিদায় নিতে মিলারের সঙ্গী হন কেশব মহারাজ। বাকি কাজটা কার্যত একাই সাঙ্গ করেন ডেভিড মিলার (৫১ বলে ৫৯)। দলকে পৌঁছে দেন ১০৬ রানে। শেষ পর্যন্ত ৪ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ডেভিড মিলার।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশকে জয় এনে দিলেন রিশাদ, মুস্তাফিজুর, হৃদয় আর মহমুদুল্লাহ 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।