Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের আবার হার, ২৫.৪ ওভারেই জিতে গেল...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের আবার হার, ২৫.৪ ওভারেই জিতে গেল শ্রীলঙ্কা  

0
শ্রীলঙ্কার উল্লাস। ছবি আইসিসি ওয়েবসাইট থেকে নেওয়া।

ইংল্যান্ড: ১৫৬ (৩৩.২ ওভার) (বেন স্টোকস ৪৩, জনি বেয়ারস্টো ৩০, লাহিরু কুমারা ৩-৩৫, অ্যাঞ্জেলো ম্যাথিউস ২-১৪)

শ্রীলঙ্কা: ১৬০-২ (২৫.৪ ওভার) (পথুম নিসঙ্ক ৭৭ নট আউট, সদিরা সমরবিক্রম ৬৫ নট আউট, ডেভিড উইলি ২-৩০)

বেঙ্গালুরু: বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে হারের পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে নিজেদের খেতাব ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে উঠল ইংল্যান্ডের। আবার কাপ জয়ের লড়াইয়ে থাকতে হলে ইংল্যান্ডকে লিগের বাকি সব ম্যাচ জিততে তো হবেই, উপরন্তু বেশ ভালো ভাবে জিততে হবে যাতে নেট রানরেট খুবই ভালো থাকে। তা ছাড়া নিজেদের পারফরম্যান্স ভালো হলেই চলবে না, অন্যরা কেমন ফল করছে তার উপরেও নির্ভর করবে ইংল্যান্ডের ভাগ্য।

ইংল্যান্ড নবম স্থানে, শ্রীলঙ্কা পঞ্চম স্থানে         

বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বড়ো জয় পেল শ্রীলঙ্কা। ২৪.২ ওভার বাকি থাকতেই তারা ইংল্যান্ডকে হারিয়ে দিল ৮ উইকেটে। ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই হেরে গেল তারা। ফলে তারা থাকল একেবারে নীচে থাকা নেদারল্যান্ডসের ঠিক উপরে।

আর এ দিনের জয়ের পরে শ্রীলঙ্কা লিগ টেবিলে পাকিস্তানকে হটিয়ে উঠে এল পঞ্চম স্থানে। ৫টি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। পাকিস্তানও সমসংখ্যক খেলায় ২টি ম্যাচ জিতেছে। কিন্তু নেট রানরেটের বিচারে তারা থাকল শ্রীলঙ্কার পরে, ষষ্ঠ স্থানে।

৩৩.২ ওভারেই খতম ইংল্যান্ড

এই জয়ের পিছনে মুখ্য ভূমিকা ছিল শ্রীলঙ্কার বোলারদের। টসে জিতে ইংল্যান্ড ব্যাট নেয়। বেন স্টোকস, জনি বেয়ারস্টো আর ডাউইড মালান ছাড়া কেউই শ্রীলঙ্কার বোলারদের সামলাতে পারেননি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা ৩৫ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। তিনি তুলে নেন বেন স্টোকস, জোস বাটলার এবং লিয়াম লিভিংস্টোনকে। ২টি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কসুন রজিথ।

শুরুটা খুব খারাপ করেননি জনি বেয়ারস্টো আর ডাউইড মালান। তাঁরা প্রথম উইকেটের জুটিতে ৪৫ রান যোগ করেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে নিজস্ব ২৮ রানে মালান আউট হতেই একটার পর একটা উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। ষষ্ঠ উইকেটের জুটিতে বেন স্টোকস এবং মইন আলি পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। ওই জুটি যোগ করে ৩৭ রান। কিন্তু দলের ১২২ রানে মইন আলি আউট হতেই বাকি ৪ উইকেট পড়ে যায় ৩৪ রানে। ৩৩.২ ওভারেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ড করে ১৫৬ রান। বেন স্টোকস ৭৩ বলে ৪৩ রান করেন।

২৩-২ থেকে ১৬০-২

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ২৩ রানের মধ্যেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুই কুশল, পেরেরা এবং মেন্ডিস শিকার হন ডেভিড উইলির। ২৩ রানে ২ উইকেট পড়ে যেতে মনে হয়েছিল সামান্য পুঁজি নিয়েও ইংল্যান্ড লড়াই দেবে। কিন্তু কোথায় কী! ইংল্যান্ডের বোলারদের তুলোধোনা করতে থাকেন পথুম নিসঙ্ক এবং সদিরা সমরবিক্রম। কোনো বোলারই এই দুই ব্যাটারকে কোনো বেগ দিতেই পারেননি।

২৬তম ওভারের চতুর্থ বল। করতে আসছেন আদিল রশিদ। ব্যাট করছেন নিসঙ্ক। রশিদের বল ক্রিজ ছেড়ে এগিয়ে এসে সোজা লং অনের উপর দিয়ে নিসঙ্ক পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ছক্কা। নির্ধারিত ৫০ ওভারের ২৪.২ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কা করল ১৬০। ৮ উইকেটে জিতে গেল তারা। নিসঙ্ক ৮৩ বলে ৭৭ রান এবং সমরবিক্রম ৫৪ বলে ৬৫ রান করে নট আউট থাকলেন। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন লাহিরু কুমারা।

আরও পড়ুন  

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ইতিহাস গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল, জয়ের ব্যবধানে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া, নাস্তানাবুদ নেদারল্যান্ডস                      

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version