Home খেলাধুলো ক্রিকেট আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কোন ৮ দেশ সুপার ৮-এ, দেখে নিন ক্রীড়াসূচি

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কোন ৮ দেশ সুপার ৮-এ, দেখে নিন ক্রীড়াসূচি

0

খবর অনলাইন ডেস্ক: এবারের টি২০ বিশ্বকাপের সুপার ৮-এর খেলা শুরু হচ্ছে বুধবার ১৯ জুন। ৩টি ‘সিডপ্রাপ্ত’ দেশ পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার জায়গায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং বাংলাদেশ। সুপার ৮-এ ২টি গ্রুপ – গ্রুপ ১ এবং গ্রুপ ২। গ্রুপ ১-এ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ এবং গ্রুপ ২-এ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা।

সুপার ৮-এর ফরম্যাট       

৪টি গ্রুপের প্রতিটি থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দল সুপার ৮-এ পৌঁছেছে। যে ২০টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে তাদের মধ্যে ৮টি দল ছিল ‘সিডপ্রাপ্ত’। তারা হল গ্রুপ ‘এ’ থেকে ভারত (এ১) ও পাকিস্তান (এ২), গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড (বি১) ও অস্ট্রেলিয়া (বি২), গ্রুপ ‘সি’ থেকে নিউজিল্যান্ড (সি১) ও ওয়েস্ট ইন্ডিজ (সি২) এবং গ্রুপ ‘ডি’ থেকে সাউথ আফ্রিকা (ডি১) ও শ্রীলঙ্কা (ডি২)।

গ্রুপ লিগের খেলার পর ৩টি সিডপ্রাপ্ত সুপার ৮-এ পৌঁছোতে পারেনি। তারা হল পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। তাদের জায়গায় সুপার ৮-এ পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তান এবং বাংলাদেশ। আইসিসি টি২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র হল এ২, আফগানিস্তান হল সি১ এবং বাংলাদেশ হল ডি২। সেই হিসেবে পাকিস্তানের জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডের জায়গায় আফগানিস্তান এবং শ্রীলঙ্কার জায়গায় বাংলাদেশ।   

সুপার ৮-এর ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

১৯ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র বনাম সাউথ আফ্রিকা – স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া (রাত ৮টা)।

২০ জুন – (১) ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ – ডারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া (সকাল ৬টা)।

(২) আফগানিস্তান বনাম ভারত – কেনসিংটন ওভাল, বার্বাডোজ (রাত ৮টা)।

২১ জুন – (১) অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ – স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া (সকাল ৬টা)।

(২) ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা – ডারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া (রাত ৮টা)।

২২ জুন – (১) ওয়েস্ট ইন্ডিজ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র – কেনসিংটন ওভাল, বার্বাডোজ (সকাল ৬টা)।

(২) ভারত বনাম বাংলাদেশ – স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া (রাত ৮টা)।

২৩ জুন – (১) আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া – আর্নোস ভেল, সেন্ট ভিনসেন্ট (সকাল ৬টা)।

(২) ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র – কেনসিংটন ওভাল, বার্বাডোজ (রাত ৮টা)।

২৪ জুন – (১) ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা – স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া (সকাল ৬ট)।

(২) অস্ট্রেলিয়া বনাম ভারত – ডারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া (রাত ৮টা)।

২৫ জুন – আফগানিস্তান বনাম বাংলাদেশ – আর্নোস ভেল, সেন্ট ভিনসেন্ট (সকাল ৬টা)।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: গুরুত্বহীন ম্যাচে নেপালকে ২১ রানে হারাল বাংলাদেশ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version