Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: ‘সুপার ৪’-এ ভারত-পাকিস্তান ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস কী দেখে নিন

এশিয়া কাপ: ‘সুপার ৪’-এ ভারত-পাকিস্তান ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস কী দেখে নিন

প্রকাশিত

কলম্বো: এশিয়া কাপের ‘সুপার ৪’-এ ভারত-পাকিস্তানের খেলায় বৃষ্টি বিঘ্ন সৃষ্টি করতে পারে। আগামী ১০ সেপ্টেম্বর রবিবার কলম্বোয় ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।

এশিয়া কাপের গ্রুপ স্তরে ভারতের দুটি খেলাতেই বিঘ্ন ঘটিয়েছিল বৃষ্টি। পল্লেকলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত পাকিস্তানের সঙ্গে প্রথম খেলাটি তো বৃষ্টির জন্য বাতিল করতে হয়। ভারত প্রথম ইনিংস ব্যাট করার পর প্রচণ্ড বৃষ্টিতে খেলা বানচাল হয়ে যায়। পাকিস্তান আর ব্যাট করার সুযোগ পায়নি। দু’ দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়।

নেপালের সঙ্গে দ্বিতীয় খেলাটিতেও বৃষ্টি বাধা সৃষ্টি করেছিল। নেপালের রান তাড়া করতে গিয়ে ভারত ২.১ ওভার ব্যাট করার পরই বৃষ্টি নামে। প্রায় ঘণ্টাদুয়েক বৃষ্টি চলার পরে খেলা আবার শুরু হলে ভারতের লক্ষ্যমাত্রা কমে যায়। এবং কোনো উইকেট না হারিয়েই ভারত জিতে যায়।

সেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাকিস্তানের সঙ্গে ‘সুপার ৪’-এর খেলাতেও। গত সপ্তাহে কলম্বোয় প্রচুর বৃষ্টি হয়েছে। প্রথমে কথা হয়েছিল সুপার ৪-এর খেলা কলম্বো থেকে সরিয়ে হামবানটোটায় নিয়ে আসা হবে। কিন্তু এখন যা অবস্থা তাতে এই মুহূর্তে খেলার জায়গা বদল করা আর সম্ভব নয়।

কে কী পূর্বাভাস দিয়েছে

১০ সেপ্টেম্বর কলম্বোর আবহাওয়া নিয়ে কে কী পূর্বাভাস দিয়েছে তা একবার দেখে নেওয়া যাক।

অ্যাকুওয়েদার (AccuWeather) বলেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। দিনের শেষের দিকে ঝড় হতে পারে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশেরও বেশি।

কলম্বোয় ১০ সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বিবিসি ওয়েদারও (BBC Weather) বলেছে। তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির সম্ভাবনা ৩০ থেকে ৫০ শতাংশ। সঙ্গে ঝড়ও হতে পারে।

অ্যাকুওয়েদারের মধ্যে ওয়েদারডটকমও (weather.com) বলেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

কলম্বো থেকে যেখানে খেলা সরিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল সেই হামবানটোটায় কিন্তু আবহাওয়া তুলনামূলক ভাবে পরিষ্কার থাকার কথা। অ্যাকুওয়েদার এবং ওয়েদারডটকম, দুইয়েরই পূর্বাভাস ১০ সেপ্টেম্বর হামবানটোটায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ। সঙ্গে বিচ্ছিন্ন ভাবে ঝড় হতে পারে।

তবে একটা কথা পরিষ্কার বলা দরকার। এখন সাধারণ ভাবে বর্ষাকাল হওয়ার ফলে আবহাওয়া সংক্রান্ত অ্যাপ বৃষ্টির পূর্বাভাস দেখাবেই। তা যে সত্যি সত্যি মিলে যাবে, এমনটা নাও হতে পারে। ফলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টিহীন আবহাওয়ায় পুরো ম্যাচটি হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...