Home খেলাধুলো ক্রিকেট আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: উড়ে গেল উগান্ডা, কোনো টি২০ ম্যাচে এত বড়ো...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: উড়ে গেল উগান্ডা, কোনো টি২০ ম্যাচে এত বড়ো ব্যবধানে কখনও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ

0
জয়ের পরে। ছবি আইসিসি-র 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৩-৫ (জনসন চার্লস ৪৪, আন্দ্রে রাসেল ৩০ নট আউট, ব্রায়ান মাসাবা ২-৩১, অল্পেশ রামজানি ১-১৬)

উগান্ডা: ৩৯ (১২ ওভারে) (জুমা মিয়াগি ১৩ নট আউট, আকিল হোসেন ৫-১১, আলজারি জোসেফ ২-৬)

খবর অনলাইন ডেস্ক: আগের দিন শনিবার গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের পিচে প্রথম ব্যাট করে আফগানিস্তান গুঁড়িয়ে দিয়েছিল ক্রিকেটবিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত দল নিউজিল্যান্ডকে। রবিবার তার পুনরাবৃত্তি হবে সেই আশাতেই টসে জিতে ব্যাট নিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। এবং ইতিবাচক ফলও পেলেন।

প্রথমে ব্যাট করে জয়ের জন্য যে লক্ষ্যমাত্রা দিল ওয়েস্ট ইন্ডিজ, তার ধারেকাছেও পৌঁছোতে পারল না উগান্ডা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের, বিশেষ করে আকিল হোসেন আর আলজারি জোসেফের আক্রমণের মোকাবিলাই করতে পারলেন না উগান্ডার ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ১৩৪ রানের ব্যবধানে। এর আগে কোনো টি২০ ম্যাচে এত বিশাল ব্যবধানে কখনও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। এত দিন তাদের সবচেয়ে বড়ো জয় ছিল পাকিস্তানের বিরুদ্ধে, ৮৪ রানে। ১১ রান দিয়ে ৫ উইকেট দখল করে আকিল হোসেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন।      

রবিবার ভারতীয় সময় সকাল ৬টায় (স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা) প্রভিডেন্স স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ৫ উইকেটে ১৭৩ রান। সেই রান তাড়া করতে গিয়ে উগান্ডা মাত্র ৩৯ রানে পাততাড়ি গোটায়। মাত্র ১২ ওভারেই শেষ হয়ে যায় উগান্ডার ইনিংস। একমাত্র ন’ নম্বরে নামা জুমা মিয়াগি ২০ বলে ১৩ রান করে নট আউট থাকেন। বাকি ব্যাটারদের রান ০, ৪, ৬, ৫, ১, ৩, ০, ১, ১ এবং ০।

এর আগে টসে জিতে ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ভালোই শুরু করেন। কোনো উইকেটের জুটিতেই যে খুব বড়ো রান উঠেছে তা নয়, সব উইকেটের জুটিতেই মোটামুটি একটা রান উঠেছে। ফলে দল পৌঁছে গিয়েছে একটা সম্মানজনক স্কোরে। ব্যাটারদের রান দেখলেই বোঝা যাবে সবাই কিছু না কিছু করেছে — জনসন চার্লস (৪২ বলে ৪৪), আন্দ্রে রাসেল (১৭ বলে ৩০), রোভম্যান পাওয়েল (১৮ বলে ২৩), শেরফেন রাদারফোর্ড (১৬ বলে ২২) এবং নিকোলাস পুরান (১৭ বলে ২২)।

গ্রুপ ‘সি’-র অবস্থা

দুটি দলই ২টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রানরেটের হিসাবে আফগানিস্তান রয়েছে ১ নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ২ নম্বরে। উগান্ডা ৩টি ম্যাচের মধ্যে ১টিতে জিতে ২ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। পাপুয়া নিউ গিনি ২টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি আর নিউজিল্যান্ড ১টি ম্যাচই খেলেছে এবং সেটিতে তারা হেরেছে।

আফগানিস্তানের খেলা বাকি পাপুয়া নিউ গিনি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওদিকে আফগানিস্তানের বিরুদ্ধে ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩৬ রানে হারাল অস্ট্রেলিয়া 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version