Home খেলাধুলো ক্রিকেট এ যেন পাড়া ক্রিকেট! অধিনায়কের সঙ্গে তর্কাতর্কি করে মাঠ ছাড়লেন উইন্ডিজ বোলার

এ যেন পাড়া ক্রিকেট! অধিনায়কের সঙ্গে তর্কাতর্কি করে মাঠ ছাড়লেন উইন্ডিজ বোলার

0

খবর অনলাইনডেস্ক: ফিল্ড সাজানো নিয়ে অধিনায়কের সঙ্গে ঝামেলা। সেখান থেকে তর্কাতর্কি। তার জেরে রেগেমেগে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার আলজারি জোসেফ। কিছু ক্ষণ গিয়ে ডাগআউটে বসে থাকলেন। তার পর ফিরে এলেন মাঠে। পাড়ার ক্রিকেটে ঘটে চলা এমন ঘটনা দেখা গেল আন্তর্জাতিক মাঠে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচে এমন ঘটনা ঘটল। ম্যাচ এবং সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজের কাজের জন্য সমালোচিত হয়েছেন জোসেফ। ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন জোসেফ। অধিনায়ক শে হোপের সঙ্গে ফিল্ড সাজানো নিয়ে কিছু আলোচনা হয়। জোসেফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে ইংরেজ ব্যাটার জর্ডান কক্স শট মারার পর অধিনায়কের উপরে রেগে যান জোসেফ। রাগের চোটে কিছু বলতে থাকেন।

সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। কক্সের গ্লাভসে বল লেগে জমা পড়ে উইকেটকিপার হোপের হাতেই। তাতেও শান্ত হননি জোসেফ। ওভার শেষ হতে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়ে ডাগআউটে বসে পড়েন। হোপ এবং বাকি ক্যারিবীয় ক্রিকেটারেরা বুঝতেই পারছিলেন না কী করবেন। জোসেফ বেরিয়ে আসার আগে কোচ ড্যারেন সামি হাত তুলে তাঁকে মাঠে থাকার অনুরোধ করছিলেন। তাতেও থামানো যায়নি জোসেফকে।

বাধ্য হয়ে পরিবর্ত ফিল্ডার হিসাবে হেডেন ওয়ালশ জুনিয়রকে দ্রুত নামানোর চেষ্টা করা হয়। যদিও হেডেন মাঠে নামার আগে জোসেফ মাঠে ফিরে আসেন। তবে আচরণের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। ধারাভাষ্যকার মার্ক বাউচার বলেন, “মাঝেমাঝে মাঠে থাকাকালীন অধিনায়ক বা খেলোয়াড় হিসাবে আপনার রাগ হতেই পারে। তবে এ সব কাজ বন্ধ দরজার পিছনে করা উচিত। অধিনায়ক যদি নির্দিষ্ট ফিল্ড সাজিয়ে তোমাকে বল করতে বলে, সেটাই করতে হবে।”

তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড ২৬৩/৮ তোলে। ফিল সল্ট ৭৪ এবং ড্যান মাউসলি ৫৭ রান করেন। জবাবে ব্রেন্ডন কিং (১০২) এবং কিসি কার্টির (১২৮) জোড়া শতরানে আট উইকেটে ম্যাচ এবং সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version