Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: থাকছেন না ঋষভ, সম্ভবত বুমরাহও, ওভাল টেস্টে কী হতে...

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: থাকছেন না ঋষভ, সম্ভবত বুমরাহও, ওভাল টেস্টে কী হতে পারে ভারতীয় একাদশ?

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের সামনে সিরিজ জয়ের হাতছানি। অন্য দিকে ভারতের লড়াই সিরিজে সমতা আনার। সেই আবহে ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে দিকেই লক্ষ্য রেখেই ভারতীয় দলে কিছু পরিবর্তন করা হবে।

পায়ের হাড় ভেঙে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলের উইকেটকিপার ঋষভ পন্থ। তিনি দেশেও ফিরে এসেছেন। জসপ্রীত বুমরাহও পুরোপুরি ফিট নন। পাঁচ টেস্টের সিরিজে তাঁর ৩টি টেস্ট খেলার কথা ছিল। প্রথম টেস্ট খেলার পর তিনি দ্বিতীয় টেস্টে বিশ্রাম পেয়েছিলেন। সেই টেস্টে জিতে ভারত সিরিজে সমতা ফেরায়। ফল হয় ১-১। তৃতীয় টেস্টে বুমরাহকে দলে ফেরানো হয়।  সেই টেস্টে বুমরাহের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ভারত ২২ রানে হেরে যায়। সিরিজে ভারত পিছিয়ে পড়ে। চতুর্থ টেস্টে সমতা ফেরানোর আশায় ভারত বুমরাহকে দলে রেখে দেয়। এই টেস্ট ভারত ড্র করলেও বুমরাহ কিন্তু বিশেষ কিছু করতে পারেননি। তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছিল, তিনি পুরোপুরি ফিট নন। সুতরাং পঞ্চম টেস্টে তাঁকে খেলানো হবে না বলে ধরেই নেওয়া যায়। সুতরাং ফয়সালার টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্তন হবেই।

আরও পরিবর্তন হতে পারে। যে আশায় হরিয়ানার পেস বোলার অনশুল কম্বোজ এবং মুম্বইয়ের অল রাউন্ডার শার্দূল ঠাকুরকে দলে নেওয়া হয়েছিল, সেই আশা তাঁরা পূরণ করতে পারেননি। সুতরাং ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে এঁরা দল থেকে বাদ পড়তে পারেন।

ঋষভ পন্থের জায়গায় দলে আসছেন ধ্রুব জুরেল। বুমরাহের জায়গায় দলে ফিরিয়ে আনা হতে পারে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে দশ উইকেট পাওয়া আকাশ দীপকে। চোটের জন্য তিনি ম্যানচেস্টার টেস্ট খেলতে পারেননি।

এর পর প্রশ্ন হল, কম্বোজ ও শার্দূলকে যদি বসানো হয়, তা হলে তাঁদের জায়গায় কারা আসবেন? এ ক্ষেত্রে দলে নিয়ে আসা হতে পারে কুলদীপ সিংহ আর অর্শদীপ সিংহকে। দুর্দান্ত বাঁহাতি স্পিনার কুলদীপ এখনও ইংল্যান্ড সফরে খেলার সুযোগ পাননি। আর অর্শদীপকে দলে নেওয়া হলে ওভালেই হবে তাঁর টেস্ট অভিষেক।

সুতরাং ওভাল টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...

অ্যাশেজে ভরাডুবির পর ম্যাককালামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, ইংল্যান্ড কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম প্রস্তাব মন্টি পানেসারের

খবর অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি হতাশাজনক সফরের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের...