Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আজ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, ক্রিকেট-জ্বরে ভুগছে কলকাতাও

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আজ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, ক্রিকেট-জ্বরে ভুগছে কলকাতাও

0
সাজানো হয়েছে সাউথ সিটি মল।

নিজস্ব প্রতিনিধি: এর আগে ভারতের পুরুষ দল ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ১২ বছর আগে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত সে বার বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। ১২ বছর পরে আবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেট দল।

আজ পর্যন্ত ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছে তিনবার। তার মধ্যে কাপ জিতেছে দু’বার। জয়যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৮৩ সালে। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের নেতৃত্বে ভারত জিতেছিল বিশ্বকাপ। তার পর ২০০৩। ফাইনালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। তার পর আট বছর পর ২০১১ সালে আবার জয়ে ফিরেছিল ভারত।

world cup fever in Kolkata 4 18.11

এ বার প্রতিদ্বন্দ্বী সেই অস্ট্রেলিয়া, ২০ বছর আগে যাদের কাছে হেরেছিল ভারত। এবার ভারত সেই হারের প্রতিশোধ নিতে পারবে? অপেক্ষায় মুহূর্ত গুনছে ভারতের সমর্থকরা। গোটা দেশের সঙ্গে কলকাতা শহরবাসিও উত্তেজনায় ফুটছে।

দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতের বিশ্বজয়ের জন্য বিভিন্ন ভাবে প্রার্থনায় মগ্ন। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ বার শহর কলকাতায় দেখা গেল বিশেষ প্রার্থনার আয়োজন। কলকাতার পাটুলি উপনগরীর কে ব্লকের কেএমডিএ বাজারে বাজার কমিটির সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ হোমযজ্ঞ। উপস্থিত সদস্যরা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের খেলোয়াড়দের নামে স্লোগান দেন। তাঁরা প্রার্থনা করেন যাতে ভারত তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।

বিশ্বকাপ নিয়ে উন্মাদনা লক্ষ করা যাচ্ছে শহরের বিভিন্ন শপিংমলে। জাতীয় পতাকা, বিশ্বকাপের রেপ্লিকায় সেজে উঠেছে শপিংমলগুলো। শহর জুড়ে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সাধারণ মানুষ যাতে খেলা কাজের ফাঁকে খেলা দেখতে পারেন করা হয়েছে তার ব্যবস্থা। টিভির দোকানগুলিতে চোখ রাখলেই দেখা যাবে বিশ্বকাপের খেলা চলাকালীন সেখানকার সাজানো সব টিভিতে চলছে বিশ্বকাপের খেলা। রবিবারও এর ব্যত্যয় হবে না।

শহরবাসী নানা ভাবে ভারতীয় ক্রিকেট দলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন। বাদ যায়নি ফানুস ওড়ানোও। ফাইনালে ভারত যাতে জিততে পারে তার জয় উত্তর কলকাতায় ফানুস ওড়ালেন পিকে মল্লিক ও তাঁর সহযোগীরা।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

অশ্বিন কি চূড়ান্ত একাদশে থাকছেন? ফাইনালের আগের দিন জবাব রোহিত শর্মার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version