Homeখবরকলকাতাবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আজ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, ক্রিকেট-জ্বরে ভুগছে কলকাতাও

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আজ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, ক্রিকেট-জ্বরে ভুগছে কলকাতাও

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: এর আগে ভারতের পুরুষ দল ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ১২ বছর আগে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত সে বার বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। ১২ বছর পরে আবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেট দল।

আজ পর্যন্ত ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছে তিনবার। তার মধ্যে কাপ জিতেছে দু’বার। জয়যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৮৩ সালে। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের নেতৃত্বে ভারত জিতেছিল বিশ্বকাপ। তার পর ২০০৩। ফাইনালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। তার পর আট বছর পর ২০১১ সালে আবার জয়ে ফিরেছিল ভারত।

এ বার প্রতিদ্বন্দ্বী সেই অস্ট্রেলিয়া, ২০ বছর আগে যাদের কাছে হেরেছিল ভারত। এবার ভারত সেই হারের প্রতিশোধ নিতে পারবে? অপেক্ষায় মুহূর্ত গুনছে ভারতের সমর্থকরা। গোটা দেশের সঙ্গে কলকাতা শহরবাসিও উত্তেজনায় ফুটছে।

দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতের বিশ্বজয়ের জন্য বিভিন্ন ভাবে প্রার্থনায় মগ্ন। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ বার শহর কলকাতায় দেখা গেল বিশেষ প্রার্থনার আয়োজন। কলকাতার পাটুলি উপনগরীর কে ব্লকের কেএমডিএ বাজারে বাজার কমিটির সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ হোমযজ্ঞ। উপস্থিত সদস্যরা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের খেলোয়াড়দের নামে স্লোগান দেন। তাঁরা প্রার্থনা করেন যাতে ভারত তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।

বিশ্বকাপ নিয়ে উন্মাদনা লক্ষ করা যাচ্ছে শহরের বিভিন্ন শপিংমলে। জাতীয় পতাকা, বিশ্বকাপের রেপ্লিকায় সেজে উঠেছে শপিংমলগুলো। শহর জুড়ে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সাধারণ মানুষ যাতে খেলা কাজের ফাঁকে খেলা দেখতে পারেন করা হয়েছে তার ব্যবস্থা। টিভির দোকানগুলিতে চোখ রাখলেই দেখা যাবে বিশ্বকাপের খেলা চলাকালীন সেখানকার সাজানো সব টিভিতে চলছে বিশ্বকাপের খেলা। রবিবারও এর ব্যত্যয় হবে না।

শহরবাসী নানা ভাবে ভারতীয় ক্রিকেট দলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন। বাদ যায়নি ফানুস ওড়ানোও। ফাইনালে ভারত যাতে জিততে পারে তার জয় উত্তর কলকাতায় ফানুস ওড়ালেন পিকে মল্লিক ও তাঁর সহযোগীরা।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

অশ্বিন কি চূড়ান্ত একাদশে থাকছেন? ফাইনালের আগের দিন জবাব রোহিত শর্মার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।