Home খেলাধুলো ক্রিকেট পার্‌থ টেস্টের দ্বিতীয় দিনে ব্র্যান্ডন ম্যাককুলামের বিশ্বরেকর্ড ভাঙলেন যশস্বী জয়সোয়াল! কী সেই...

পার্‌থ টেস্টের দ্বিতীয় দিনে ব্র্যান্ডন ম্যাককুলামের বিশ্বরেকর্ড ভাঙলেন যশস্বী জয়সোয়াল! কী সেই রেকর্ড?

0
পার্থ টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ডটি করলেন যশস্বী। ছবি 'এক্স' (পূর্বতন টুইটার) থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: দুর্ভাগ্য যশস্বী জয়সোয়ালের। পার্‌থে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। সেই যশস্বী দ্বিতীয় ইনিংসে শতরান থেকে ১০ রান দূরে। ৯০ রান করে ক্রিজে রয়েছেন এবং ভেঙে দিয়েছেন টেস্ট ক্রিকেটে ব্র্যান্ডন ম্যাককুলামের রেকর্ডটি।

ক্রিকেটের টেস্ট ফরম্যাটে একটি ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি ম্যাককুলামের কাছ থেকে কেড়ে নিলেন জয়সোয়াল। শনিবার পার্‌থ টেস্টের দ্বিতীয় দিনে এই রেকর্ডটি করলেন তিনি। তাঁর ৯০ রানে ছিল ৭টি চার এবং ২টি ছয়।

শনিবারের ২টি ছয় নিয়ে ২০২৪-এ টেস্ট ক্রিকেটে যশস্বী জয়সোয়ালের ছয়ের সংখ্যা দাঁড়াল ৩৪। ১২টি টেস্ট থেকে যশস্বী এই ছয় সংগ্রহ করেছেন। নাথান লিয়নের একটি বলকে লং অনের উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন যশস্বী এবং ভেঙে দিলেন ম্যাককুলামের রেকর্ড। এটিই ছিল যশস্বীর ২০২৪-এর ৩৪তম ছয়। নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককুলাম একটি ক্যালেন্ডার বর্ষে ৩৩টি ছয় মেরে এত দিন এই রেকর্ড ধরে রেখেছিলেন।

২০২৩-এ টেস্ট ক্রিকেটে অভিষেক যশস্বী জয়সোয়ালের। পার্‌থে ২০২৪-এর দ্বাদশ টেস্ট খেলছেন তিনি। এ বছরেই দুটি দ্বিশত রান করেন যশস্বী। দুটিই ইংল্যান্ডের বিরুদ্ধে। একটি বিশাখাপত্তনমে এবং আর একটি রাজকোটে। এ ছাড়াও ৮টি অর্ধশত রান করেছেন যশস্বী। তাঁর রানের গড় ৫৭.৪৭ এবং স্ট্রাইক রেট ৭৩.১০।

আর একটি রেকর্ড নিঃশব্দে করে ফেলেছেন যশস্বী। ভারতের সবচেয়ে কমবয়সি ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে একটি ক্যালেন্ডার বর্ষে এক হাজার রানে পৌঁছে যাওয়া। গত মাসে ভারত বনাম নিউ জিল্যান্ডের দ্বিতীয় টেস্টে এই রেকর্ডটি সম্পন্ন করেন যশস্বী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version