Home খেলাধুলো ক্রিকেট প্রথম ভারতীয় হিসাবে অনন্য কীর্তি যশস্বী জয়সওয়ালের,অভিষেকে বিদেশের মাটিতে ওপেন করেই সেঞ্চুরি

প্রথম ভারতীয় হিসাবে অনন্য কীর্তি যশস্বী জয়সওয়ালের,অভিষেকে বিদেশের মাটিতে ওপেন করেই সেঞ্চুরি

0
Yashasvi Jaiswal
যশস্বী জয়সওয়াল ছবি; টুইটার

সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগদের তালিকায় নাম তুলে ফেললেন যশস্বী জয়সওয়াল। টেস্টে অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। ভারতের ১৭ তম ক্রিকেটার হিসাবে অভিষেকে সেঞ্চুরি যশস্বীর। তিনিই প্রথম ক্রিকেটার যিনি টেস্টে অভিষেকে বিদেশের মাটিতে ওপেন করেই সেঞ্চুরি করলেন।

এর আগে ওপেনার হিসাবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন শিখর ধবন ও পৃথ্বী শ-ও। তবে তাঁদের দু’জনের দেশের মাটিতে এই সেঞ্চরি করেছিলেন। ধবন সেঞ্চুরি করেন মোহালিতে। পৃথ্বী সেঞ্চুরি করেন রাজকোটে।

যশস্বীর আগে বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন সুরিন্দর অমরনাথ, আব্বাস আলি বেগ, প্রবীণ আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র সহবাগ। মাত্র ২১ বছর ১৯৬ দিন বয়সে যশস্বীর এি সেঞ্চুরি। ৪র্থ কনিষ্ঠতম ভারতীয় হিসাবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।

(আরও পড়ুন। রোহিত-যশস্বীর জোড়া শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬০ রানের লিড ভারতের)

তবে যশস্বীর দলে সুযোগ পাওয়া নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তাঁরা প্রশ্ন তোলেন, আইপিএলএ পারফরম্যান্সের জোরে কীভাবে টেস্ট দলে সুযোগ পেলেন? অথচ প্রথম শ্রেণির ক্রিকেটে আশির উপর গড় রয়েছে এই ক্রিকেটারের। সব প্রশ্নের জবাব মাঠেই দিলেন যশস্বী জয়সওয়াল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version