Homeখেলাধুলোডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতেই, পুলিশের সবুজ সংকেত

ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতেই, পুলিশের সবুজ সংকেত

প্রকাশিত

ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই আয়োজিত হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলি কলকাতায় আয়োজনের কথা ছিল। তবে আরজি কর-কাণ্ডের পর নিরাপত্তার উদ্বেগে কলকাতা থেকে ম্যাচগুলি সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে আয়োজনের অনুমতি দিয়েছে, ফলে সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

গত রবিবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের একটি ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টের মুখোমুখি হওয়ার কথা ছিল যুবভারতীতে। কিন্তু সেই ম্যাচ বাতিল করা হয়। বিধাননগর পুলিশের কমিশনার জানান, ম্যাচের সময় সমর্থকদের সঙ্গে কিছু দুষ্কৃতী মাঠে ঢুকে পড়ার আশঙ্কা করেছিলেন তাঁরা। সেই কারণে ডুরান্ড কর্তৃপক্ষ ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পরই ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলি আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়।

ম্যাচ বাতিলের ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত রবিবার যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা মিছিল করেন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিন প্রধানের সমর্থকদের দাবি, কলকাতায় ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলি আয়োজন করতে হবে। তাদের আবেগের কথা বিবেচনা করেই পুলিশ ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতেই করার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার, তিন প্রধানের কর্তা এবং সচিবরা এক যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “কলকাতা খেলার শহর। এখান থেকে ডুরান্ড কাপের খেলা সরিয়ে নেওয়া উচিত নয়। আমরা ডুরান্ড কমিটির কাছে এই প্রস্তাব দিয়েছি, চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরাই নেবেন।” এই বৈঠকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহা এবং মহমেডান সচিব ইস্তিয়াক আহমেদ উপস্থিত ছিলেন। তারা সকলেই ডুরান্ডের বাকি ম্যাচগুলি কলকাতায় আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

ডুরান্ড কাপের ম্যাচগুলি কলকাতায় আয়োজন করা নিয়ে ফুটবলপ্রেমীদের আশা পূরণ হয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে হওয়ার কারণে কলকাতার ফুটবল আবেগ আবারও উন্মোচিত হবে। সমর্থকদের এই ইচ্ছার প্রতিফলন ঘটায় ফুটবলপ্রেমীরা সন্তুষ্ট।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।