সঞ্জয় হাজরা
ইস্টবেঙ্গল: ৩ (নসিব, বিষ্ণু, গুইতে)
ইউনাইটেড কলকাতা: ০
কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ লিগে ঘরের মাঠে বড় জয় পেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।
ম্যাচের শুরুতে দুই দলই তুল্যমূল্য লড়াই করলেও প্রথমার্ধে গোলের দেখা পায় লাল-হলুদ। দলের হয়ে এগিয়ে দেন নসিব রহমান। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন পিভি বিষ্ণু। এরপর ৬৮ মিনিটে গুইতে ভ্যানলালপেকা দলের তৃতীয় গোলটি করেন।

এই ম্যাচে চোট ও কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায়। সুমন দে-ও পুরোপুরি ফিট ছিলেন না। তবে তাঁদের অভাব ঢেকে দিয়েছেন বিষ্ণু, ডেভিড ও নসিবরা।
দ্বিতীয়ার্ধে একতরফা দাপট দেখিয়ে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলে নেয় ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে গ্রুপ টেবিলে আরও মজবুত জায়গা করে নিল লাল-হলুদ ব্রিগেড।
ম্যাচের গোলসংক্ষেপ:
- প্রথমার্ধে গোল করেন নসিব রহমান, ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন (১-০)।
- দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে অসাধারণ ফ্রিকিক থেকে গোল করেন পি ভি বিষ্ণু (২-০)।
- ৬৮ মিনিটে জয়সূচক তৃতীয় গোল করেন গুইতে ভ্যানলালপেকা (৩-০)।
ছবি:প্রতিবেদক