Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে...

আইএসএল ২০২৪-২৫: কেরলকে তিন গোল, শিল্ড জয় থেকে আর এক পা দূরে মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ০

কোচি: এ বারের আইএসএল-এর শিল্ড জয় থেকে আর এক পা দূরে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে কেরল ব্লাস্টার্স ঘন ঘন আক্রমণ শানিয়ে      মোহনবাগানকে কিছুটা বেগ দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জয়টিকা পরল সবুজ-মেরুন বাহিনীই। কেরলকে ৩-০ গোলে হারাল তারা।

ইন্ডিয়ান সুপার লিগে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম মোহনবাগানের কাছে খুবই পয়া মাঠ। এই মাঠ কখনও খালি হাতে ফেরায়নি সবুজ-মেরুন বাহিনীকে। এ বারেও তার অন্যথা হল না। প্রতিপক্ষের ঘরের মাঠে পুরো ৩ পয়েন্ট তুলে নিল বাগান। পরের ম্যাচে ওডিশা এফসি-কে হারাতে পারলেই টানা দ্বিতীয় বার নিজেদের ঘরে শিল্ড নিয়ে যাবে তারা।

এ দিন নিজেদের মাঠে বেশ আক্রমণাত্মক খেলা খেলছিল কেরল। ৮টি সুযোগ পেয়েছিল তারা। আর মোহনবাগান পেয়েছিল ৬টি সুযোগ। প্রতিপক্ষের বক্সে ২২ বার বল নিয়ে ঢুকে পড়েছিল কেরল। আর মোহনবাগান ঢুকেছিল ১৫ বার। কিন্তু মোহনবাগানের দুর্ভেদ্য রক্ষণে কিছুতেই চিড় ধরাতে পারেনি কেরল।

জয়ের পরে উচ্ছ্বাস। মোহনবাগানের কোচ খোসে মোলিনা, অধিনায়ক শুভাশিস বোস, ম্যাকলারেন প্রমুখ। ছবি Indian Super League ‘X’ থেকে নেওয়া।

বরাবরের মতোই অবনদ্য পারফরম্যান্স প্রদর্শন করলেন বাগানের অধিনায়ক শুভাশিস বোস। আর একজনের কথা বলতেই হয়। তিনি বাগানের গোলকিপার বিশাল কায়েথ। এই নিয়ে টানা পাঁচটি ম্যাচ নিজেদের গোলকে অক্ষত রাখলেন তিনি। আর শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতেই ক্লিন শিট রাখলেন বিশাল।

কেরলের দুর্বল রক্ষণভাগের সুযোগ নয়ে মোহনবাগান প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ২৮ ও ৪০ মিনিটের মাথায় দু’টি অনবদ্য গোল করেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় দলকে তৃতীয় গোল উপহার দেন সুযোগসন্ধানী আলবার্তো রদ্রিগুয়েজ। এ দিন সারা ম্যাচে দশটি শট নিয়েছিল মোহনবাগান। এর মধ্যে চারটি ছিল লক্ষ্যে। আর সেই চারটি শটের মধ্যে তিনটিই গোলে পরিণত হয়। অন্য দিকে, কেরলের ন’টি শটের মধ্যে দু’টি ছিল লক্ষ্যে। কিন্তু তা বিশালকে পরাজিত করতে পারেনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।