Homeখেলাধুলোফুটবলসুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার দাপট, ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে স্কালোনির ছেলেরা

সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার দাপট, ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে স্কালোনির ছেলেরা

প্রকাশিত

মেসি-মার্তিনেজকে ছাড়াই সুপার ক্লাসিকোতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের আগে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়ার ড্র নিশ্চিত করেছিল যে আর্জেন্টিনা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে স্কালোনির দল সে আনন্দ উদযাপন করল দুর্দান্ত এক জয়ের মাধ্যমে, যেখানে ব্রাজিল একপ্রকার দাঁড়াতেই পারেনি।

ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কা ব্রাজিলকে

২০ বছর পর লিওনেল মেসি ও নেইমারের অনুপস্থিতিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে ম্যাচের উত্তেজনায় কোনো ঘাটতি ছিল না। রাফিনিয়ার ‘আর্জেন্টিনাকে হারানোর’ হুঁশিয়ারির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ম্যাচ।

কিন্তু মাঠের লড়াইয়ে সেই কথা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ম্যাচের শুরুতেই ৪ মিনিটের মাথায় থিয়াগো আলমাদার বাড়ানো বল পেয়ে নিচু শটে ব্রাজিলের জালে বল জড়ান হুলিয়ান আলভারেজ। গোল হজমের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ১২তম মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত ফিনিশিংয়ে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ঘুরে দাঁড়ানোর চেষ্টা, কিন্তু ব্রাজিলের হতাশা অব্যাহত

৩০তম মিনিটে ম্যাচে ফিরতে সমর্থ হয় ব্রাজিল। ক্রিশ্চিয়ান রোমেরোর ভুলে বল পেয়ে যান ম্যাথিয়াস কুনহা, যিনি ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে গোল করে ব্যবধান কমান (২-১)।

তবে আর্জেন্টিনা এরপরও দমে যায়নি। ৩৭তম মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত ক্রসে চমৎকার ভলিতে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে আর্জেন্টিনার দাপটের মধ্য দিয়ে।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলকে রুখে দিল আর্জেন্টিনা

বিরতির পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। রদ্রিগো, মুরিলো ও জোয়েলিংটনের জায়গায় মাঠে নামেন এন্দ্রিক, ওর্তিজ ও গোমেজ। তবে এই পরিবর্তন কোনো প্রভাব ফেলেনি।

৬৩তম মিনিটে এন্দ্রিক ফাউলের সুবাদে ফ্রি-কিক পায় ব্রাজিল, কিন্তু রাফিনিয়ার নেওয়া শট লক্ষ্যে থাকেনি। উল্টো ৭১তম মিনিটে ব্রাজিলের হতাশা আরও বাড়িয়ে দেন জিওভানি সিমেওনে। নিচু শটে নিজের অভিষেক গোল করে স্কোরলাইন ৪-১ করেন নাপোলির এই স্ট্রাইকার।

শেষ পর্যন্ত ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেও ব্যর্থ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৪-১ গোলের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

বিশ্বকাপে প্রথম দক্ষিণ আমেরিকান দল আর্জেন্টিনা

এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা। এর আগে জাপান, নিউজিল্যান্ড ও ইরান নিজেদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পাশাপাশি সুপার ক্লাসিকোতে এমন দাপুটে জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। লিওনেল স্কালোনির দল আবারও প্রমাণ করল কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন!

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...