Homeখেলাধুলোফুটবলবাংলাদেশে ইসলামপন্থীদের বিক্ষোভে ফের মহিলা ফুটবল ম্যাচ বাতিল

বাংলাদেশে ইসলামপন্থীদের বিক্ষোভে ফের মহিলা ফুটবল ম্যাচ বাতিল

প্রকাশিত

বাংলাদেশে নারীদের ফুটবল খেলার স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে। বুধবার জয়পুরহাট ও রংপুরের জেলা দলগুলোর মধ্যে নির্ধারিত একটি ম্যাচ ইসলামপন্থীদের প্রবল প্রতিবাদের কারণে বাতিল করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ধর্মীয় কট্টরপন্থী—যাদের মধ্যে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকও ছিলেন—মাঠের দিকে মিছিল করে যান এবং নারীদের ফুটবল খেলার বিরোধিতা করেন।

টুর্নামেন্টের আয়োজক সামিউল হাসান এমন বলেন, “আমাদের এলাকায় ইসলামপন্থীরা জড়ো হয়ে মাঠের দিকে এগিয়ে আসছিল। পরিস্থিতি খারাপের দিকে গেলে আমরা বাধ্য হয়ে ম্যাচ বাতিল করি।”

নারীদের খেলাধুলার বিরুদ্ধে ধর্মীয় আপত্তি

বিক্ষোভকারীরা নারীদের ফুটবলকে “ইসলামবিরোধী” বলে দাবি করেছেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, “মেয়েদের ফুটবল খেলা ইসলামের বিরোধী। আমাদের ধর্মীয় দায়িত্ব হলো এই ধরনের কার্যকলাপ বন্ধ করা।”

এমনই একটি ঘটনা মঙ্গলবার দিনাজপুরেও ঘটেছিল, যেখানে আরেকটি নারী ফুটবল ম্যাচ ইসলামপন্থীদের বিক্ষোভের জেরে স্থগিত করা হয়।

দিনাজপুরের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন ইসলামী বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টা-প্রতিবাদকারীদের সংঘর্ষ বাধে। ইট-পাটকেল নিক্ষেপের ফলে চারজন আহত হন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিক্রিয়া

এই পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (BFF) কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

BFF-এর মিডিয়া ম্যানেজার সদমান সাকিব বলেন, “ফুটবল সবার জন্য, এবং নারীদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে।”

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব বৃদ্ধি পেয়েছে, বিশেষত ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে।

মহিলা ক্রীড়ার ভবিষ্যৎ কী?

এই ঘটনার পর বাংলাদেশে নারীদের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার ও ক্রীড়া সংস্থাগুলোর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

📌 আপনার মতামত কী? নারীদের খেলাধুলার স্বাধীনতা কি সংকটে? কমেন্টে জানান।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘একমাত্র প্রেম’-এর মৃত্যুতারিখেই প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী-গায়িকা

মুম্বই: দিনটা একই – ৬ নভেম্বর। মাঝখানে কেটে গিয়েছে ৪০টা বছর। ঠিক সেই দিনটিতেই...

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি   

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। ওই দিন মুখ্যমন্ত্রী...

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

ডার্ক চকোলেট ও আঙুর খেলে বাড়ে স্মৃতিশক্তি! কমে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা

নিয়মিত ডার্ক চকোলেট ও বেরি খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক উদ্বেগ—জানালেন জাপানের Shibaura Institute of Technology-এর গবেষকরা। প্রকাশিত হয়েছে Current Research in Food Science জার্নালে।

আরও পড়ুন

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...