Homeখেলাধুলোফুটবলসন্তোষ ট্রফি: রাজস্থানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা

সন্তোষ ট্রফি: রাজস্থানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা

প্রকাশিত

বাংলা: ২ (রবিলাল মান্ডি, নরহরি শ্রেষ্ঠ) রাজস্থান: ০  

হায়দরাবাদ: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণে কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা। গ্রুপ স্টেজের ২টি ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার প্রথম দল হিসাবে জায়গা পাকা করে নিল শেষ আটে।

বুধবার হায়দরাবাদে আয়োজিত গ্রুপ ‘এ’-র ম্যাচে রাজস্থানকে ২-০ গোলে হারাল বাংলা। এই নিয়ে গ্রুপের ৩টি ম্যাচেই জিতল তারা। একই সঙ্গে ধরে রাখল প্রতিযোগিতায় অপরাজিত তকমাও।

সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডে রয়েছে ২টি গ্রুপ। এক একটি গ্রুপে ৬টি করে দল। প্রতিটি গ্রুপ থেকে ৪টি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। বাংলাই প্রথম দল যারা কোয়ার্টার ফাইনালে গেল। বাংলার গ্রুপ স্টেজে আর ২টি ম্যাচ বাকি – মণিপুর আর সার্ভিসেস-এর বিরুদ্ধে।

বুধবারের ম্যাচে প্রথম থেকে দাপট ছিল সঞ্জয় সেনের দলের। ফুটবলারদের আক্রমণাত্নক ফুটবল খেলার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইমতোই ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন বাংলার ফুটবলারদের। তবু তাঁদের গোলের জন্য প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। ম্যাচের ৪৫ মিনিটে দূর থেকে দুর্দান্ত শটে রাজস্থানের গোলকিপারকে পরাস্ত করেন রবিলাল মান্ডি। বল নীচের কোণ ঘেঁষে রাজস্থানের গোলে ঢুকে যায়।

আগ্রাসী খেলা দিয়ে দ্বিতীয়ার্ধও শুরু করে বাংলা। এবং তার ফল পেয়ে যায় ম্যাচের ৫৬ মিনিটে। ডান দিক থেকে রবিলালের ক্রস পেয়ে তাতে পা ছুঁইয়ে রাজস্থানের জালে বল জড়িয়ে দেন নরহরি শ্রেষ্ঠ। বাংলা ২-০ গোলে এগিয়ে যায়। এর পরও গোলের সুযোগ পেয়েছিল বাংলা। তবে তারা তা কাজে লাগাতে পারেনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।