আগামী নভেম্বরে ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে হাজির হতে চলেছে বেঙ্গল সুপার লিগ। প্রথম আসরেই টুর্নামেন্ট জমিয়ে দিতে বদ্ধপরিকর আয়োজকরা। পাশে থাকছে আইএফএ। আয়োজনকে সফল করতে একাধিক চমকপ্রদ পরিকল্পনা তৈরি হয়েছে।
সব কিছু ঠিকঠাক চললে হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে দেখা যাবে বাংলার অন্যতম প্রিয় ফুটবল তারকা জোসে রামিরো সিলভা ব্যারেটোকে। ইতিমধ্যেই মৌখিক সম্মতি দিয়েছেন তিনি, চূড়ান্ত চুক্তি স্রেফ সময়ের অপেক্ষা। দীর্ঘদিন রিলায়েন্স অ্যাকাডেমির দায়িত্ব সামলালেও সিনিয়র দলের কোচিংয়ে এটিই হবে তাঁর প্রথম অভিজ্ঞতা।
কোচ ব্যারেটোর সহকারী হিসেবে ম্যানেজমেন্ট চাইছে প্রাক্তন তারকা দীপক মণ্ডলকে। দলের মেন্টর হওয়ার দৌড়ে আছেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ। এছাড়াও সুলে মুসা, আলভিটো ডি’কুনহা, ডগলাস-এর মতো প্রাক্তনদের নিয়েও রয়েছে বিশেষ পরিকল্পনা।
লিগের কাঠামো
- লিগ চলবে দু’মাস ধরে
- থাকছে ৮টি ফ্র্যাঞ্চাইজি দল
- বোলপুর, শিলিগুড়ি, বর্ধমান, মালদহ সহ একাধিক জায়গায় দল গোছানো হচ্ছে
- প্রতিটি দলে তিনজন বিদেশি ফুটবলারের থাকার অনুমতি
- প্রতিটি ম্যাচের জন্য তৈরি হচ্ছে ঝকঝকে সম্প্রচার পরিকল্পনা
তারকা খেলোয়াড়দের সম্ভাবনা
ইতিমধ্যেই প্রাক্তন জাতীয় দলের গোলরক্ষক শিলটন পালকে খেলার প্রস্তাব দিয়েছে বোলপুর ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম আসর থেকেই তারকাখচিত হয়ে উঠতে চলেছে লিগ।
সব মিলিয়ে, আগামী নভেম্বরেই বাংলার মাঠে গড়াবে ফুটবলের নতুন আসর। বিদেশি ও দেশি তারকা ফুটবলার, প্রাক্তনদের অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের উচ্ছ্বাসে বেঙ্গল সুপার লিগ হয়ে উঠতে পারে রাজ্যের ফুটবলের নতুন দিগন্ত।