Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: অভিষেকেই অঘটন, ভেনেজুয়েলাকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে সেমিতে আর্জেন্তিনার মুখে...

কোপা আমেরিকা ২০২৪: অভিষেকেই অঘটন, ভেনেজুয়েলাকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে সেমিতে আর্জেন্তিনার মুখে কানাডা   

প্রকাশিত

কানাডা: ১ (জর্জ শাফেলবুর্গ) (৪) ভেনেজুয়েলা: ১ (সালোমোন রোন্দোন) (৩)

খবর অনলাইন ডেস্ক: একজন আমেরিকান এই প্রথম কোপা আমেরিকার সেমিফাইনালে গেলেন। না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল টিমে খেলেন না। তিনি কোচ। এবারের কোপা আমেরিকা শুরু হওয়ার মাসখানেক আগে মে মাসের মাঝামাঝি জেসে মার্শ কানাডার জাতীয় ফুটবল টিমের কোচের দায়িত্ব নিয়েছেন। আর তাঁর তত্ত্বাবধানে কানাডাও এগিয়ে চলেছে। এই প্রথম কোপা আমেরিকায় খেলতে এসে তারা পৌঁছে গেল সেমিফাইনালে। এবার কানাডা মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনার। গ্রুপ লিগের খেলাতেও দুটি দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ০-২ গোলে হেরে গিয়েছিল কানাডা।   

শনিবার সকালে (ভারতীয় সময়) টেক্সাসের আর্লিংটনে এটি অ্যান্ড টি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকায় গড়াল পেনাল্টি শুট-আউটে। আর পেনাল্টি শুট-আউটে কানাডা ৪-৩ গোলে হারাল ভেনেজুয়েলাকে, যে ভেনেজুয়েলা গ্রুপ লিগের ৩টি ম্যাচই জিতে এসেছিল কোয়ার্টার ফাইনালে।

প্রথমার্ধের ১৩ মিনিটেই কানাডার হয়ে গোল করেন জর্জ শাফেলবুর্গ। ‘মেরিটাইম মেসি’ নামে খ্যাত শাফেলবুর্গের ডান পায়ের শট ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমোকে পরাস্ত করে ডান দিকের পোস্টের কোণ ঘেঁষে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ভেনেজুয়েলার সালোমোন রোন্দোন সমতা ফেরান। খন আরামবুরুর কাছ থেকে বল পেয়ে রোন্দোন ৩৫ গজ দূর থেকে ডান পায়ে যে দুর্দান্ত শট নেন তা কানাডার গোলের মাঝখান দিয়ে ঢুকে যায়। এর পর দু’ পক্ষই গোল করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকায় শুরু হয় পেনাল্টি শুট-আউট।

পেনাল্টি শুট-আউটে ফয়সালা

প্রথম পেনাল্টি শট নেয় ভেনেজুয়েলা। সালোমোন রোন্দোনের শটে তারা এগিয়ে যায় ১-০ গোলে।

এবার কানাডার পালা। কানাডার হয়ে গোল করেন জোনাথন ডেভিড। ফল ১-১।

পেনাল্টি মিস করল ভেনেজুয়েলা। ইয়ানগেল হেরেরার ডান পায়ের শট লাগল বাঁদিকের পোস্টে। ফল রইল ১-১।

কানাডাও মিস করল। লিয়াম মিলারের শট ক্রসবারের উপর দিয়ে চলে গেল। ফল রইল ১-১।

এবার ভেনেজুয়েলা গোল পেল। টোমাস রিনকনের ডান পায়ের শট ঢুকে গেল কানাডার গোলে। ভেনেজুয়েলা এগিয়ে গেল ২-১ গোলে।  

কানাডাও গোল করল। ময়সে বোমবিতো তাঁর ডান পায়ের শটে পরাস্ত করলেন ভেনেজুয়েলার গোলকিপারকে। ফল ২-২।

এবার ভেনেজুয়েলার পালা। খেফারসন সাবারিনোর শট বাঁচিয়ে দিলেন কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপিউ। ফল রইল ২-২।

কানাডার স্টিফেন এউস্তাকুইয়ের শট বাঁচিয়ে দিলেন ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমো। ফল রইল ২-২।

এবার ভেনেজুয়েলার গোল। খোনদের কাদিজের গোলে ভেনেজুয়েলা এগিয়ে গেল ৩-২ গোলে।

কানাডা সমতা ফেরাল। অ্যালফানসো ডেভিসের শট ঢুকে গেল ভেনেজুয়েলার গোলে। ফল দাঁড়াল ৩-৩।

ভেনেজুয়েলার ছ’ নম্বর পেনাল্টি কিক। বাঁচিয়ে দিলেন কানাডার গোলকিপার। ফল থাকল ৩-৩-এ।

এবার কানাডা তাদের ছ’ নম্বর পেনাল্টি কিকে বাজিমাত করল। গোল করলেন ইসমাইল কোনে। পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে জিতে কানাডা চলে গেল সেমিফাইনালে।  

আরও পড়ুন  

ইউরো কাপ ২০২৪: পর্তুগালকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে স্পেনের মুখে

কোপা আমেরিকা ২০২৪: মেসির মিস, তবু পেনাল্টি শুট-আউটে একুয়াদোরকে হারিয়ে আর্জেন্তিনা সেমিফাইনালে    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।