Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: গোলের বন্যায় পানামাকে ভাসিয়ে দিয়ে সেমিফাইনালে কোলোম্বিয়া

কোপা আমেরিকা ২০২৪: গোলের বন্যায় পানামাকে ভাসিয়ে দিয়ে সেমিফাইনালে কোলোম্বিয়া

প্রকাশিত

কোলোম্বিয়া: ৫ (খন কোরদোবা, খামেশ রদরিগুয়েজ, লুই দিয়াজ, রিচার্দ রিওস, মিগুয়েল বোরখা) পানামা: ০

খবর অনলাইন ডেস্ক: খামেশ রদরিগুয়েজ একটা গোল করলেন আর দুটো গোল তৈরি করে দিলেন। এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কোলোম্বিয়া গোলের বন্যায় ভাসিয়ে দিল পানামাকে। ৫-০ গোলে পানামাকে গুঁড়িয়ে দিয়ে কোলোম্বিয়া সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ের। কোয়ার্টার ফাইনালের অন্য খেলায় উরুগুয়ে পেনাল্টি শুট-আউটে হারিয়ে দিয়েছে ব্রাজিলকে।

রবিবার ভোরে (ভারতীয় সময়) অ্যারিজোনার গ্লেনডেলে স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় কোলোম্বিয়া। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করে জয়ের ব্যবধান নিয়ে যায় ৫-০-তে।

এদিন জেতার পরে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ রদরিগুয়েজ বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এখনও ঘটেনি। আমরা ফাইনালে যাওয়ার আশা রাখি। আমরা একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই আমি খুব খুশি। আজ আমরা ভালো খেলেছি এবং বেশ দ্রুত গোলগুলো করতে পেরেছি।”

প্রথমার্ধেই ৩ গোল

কোলোম্বিয়ার স্ট্রাইকার খন কোরদোবা বিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কর্নার কিকে মাথা ছুঁইয়ে প্রথম গোল করেন। ম্যাচের ৮ মিনিটেই গোল। ১-০ গোলে এগিয়ে যায় কোলোম্বিয়া।

এর পর ৭ মিনিট যেতে না যেতেই আবার গোল। এই গোলটি হয় পেনাল্টি থেকে। পানামার গোলকিপার ওরলান্দো মোসকুয়েরা নিজেদের বক্সে কোলোম্বিয়ার খন আরিয়াসকে ফেলে দেন। খামেশ রদরিগুয়েজের বাঁ পায়ের শটের খেই ধরতে পারেন না পানামার গোলকিপার। কোলোম্বিয়া ২-০ গোলে এগিয়ে যায়। খামেশ রদরিগুয়েজের এটি ২৮তম গোল।

কোলোম্বিয়ার চাপের মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করে পানামা। ম্যাচের ১৯ মিনিটে গোল করার ভালো সুযোগ পায় তারা। রোদেরিক মিলারের হেড কোলোম্বিয়ার পোস্টে লেগে চলে যায় গোলকিপার কামিলো বার্গাসের কাছে। বার্গাস পাঞ্চ করে বল উড়িয়ে দেন।

ইতিমধ্যে কোলোম্বিয়া আবার গোল করে বসে ৪১ মিনিটে। এবার গোল করেন লুই দিয়াজ। রদরিগুয়েজ ফ্রি-কিক থেকে বল পাঠান দিয়াজের কাছে। দিয়াজ বলটা লব করে পানামার গোলকিপারের মাথা টপকে গোলে পাঠিয়ে দেন।

জয়ের ব্যবধান আরও বাড়ল দ্বিতীয়ার্ধে

কোলোম্বিয়া নিশ্চিত হয়ে গিয়েছিল তারাই জিতছে। তাই খেলাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে পানামার উপর আক্রমণের চাপ কিছু কমিয়ে দেয়। তবু তারই মধ্যে ৭০ মিনিটে আবার গোল পেয়ে যায় তারা। পানামার গোলের সামনে জটলা থেকে শট মেরে গোলকিপারকে পরাস্ত করেন রিচার্দ রিওস।

আর কোলোম্বিয়ার জয়ের চূড়ান্ত গোলটি আসে অতিরিক্ত সময়ের ৪ মিনিটে। গোলটি হয় পেনাল্টি থেকে। পানামার হতাশা প্রকাশ হয়ে যায় যখন তাদের ডিফেন্ডার খোসে কোরদোবা নিজেদের বক্সেই ফাউল করে বসেন সান্তিয়াগো আরিয়াসকে। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি মিগুয়েল বোরখা। পানামাকে ৫ গোল দিয়ে কলোম্বিয়া চলে গেল সেমিফাইনালে।

আরও পড়ুন         

ইউরো কাপ ২০২৪: সুইৎজারল্যান্ডের স্বপ্নভঙ্গ, পেনাল্টি শুট-আউটে ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে ইংল্যান্ড  

ইউরো কাপ ২০২৪: শেষরক্ষা হল না তুরস্কের, ২-১ গোলে জিতে সেমিফাইনালে নেদারল্যান্ডস

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।