ডায়মন্ড হারবার এফসি: ২ (সাইরুয়াতকিমা ২) জামশেদপুর এফসি: ০
জামশেদপুর: অঘটন ঘটে গেল ডুরান্ড কাপের ১৩৪তম সংস্করণে। ২০২৫-এর আইসিএল-এ পঞ্চম স্থানে থাকা ডায়মন্ড হারবার এফসি থেকে ছিটকে গেল। তারা ০-২ গোলে পরাজিত হল ডায়মন্ড হারবার এফসি-র কাছে। ডুরান্ড কাপে প্রথম বার খেলতে নেমেই শেষ চারে পৌঁছে গেল ডায়মন্ড হারবার। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের বিজয়ীর সঙ্গে।
রবিবার জামশেদপুরের জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ম্যাচে খালিদ জামিলকে ছাড়াই মাঠে নামে জামশেদপুর এফসি। ঘরের মাঠে ১২ হাজার সমর্থকের সামনে ম্যাচের ৩ মিনিটের মাথায়ই তারা গোল খেয়ে যায়। জোবি জাস্টিনের কাছ থেকে লম্বা পাস পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি ডায়মন্ড হারবারের সাইরুয়াতকিমা।
গোল খেয়ে জামশেদপুর তেতে ওঠে। তারা ক্রমাগত আক্রমণ চালিয়ে যায়। গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তারই মধ্যে ম্যাচের ৪১ মিনিটে তাদের এগিয়ে যাওয়া দ্বিগুণ করে ফেলে ডায়মন্ড হারবার। এবারেও গোলদাতা রুয়াতকিমা। ডান দিক থেকে ক্রস পাঠান স্যামুয়েল। চলে আসে রুয়াতকিমার কাছে। তাঁর শট জামশেদপুরের জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে দু’ পক্ষই আক্রমণ চালিয়ে যায়। কিন্তু কোনো পক্ষই গোল করতে পারেনি।
আরও পড়ুন
ডুরান্ড কাপ ২০২৫: সেমিফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এবং নর্থইস্ট ইউনাইটেড