Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: ডার্বি ম্যাচে মহমেডানকে হারিয়ে সান্ত্বনা পুরস্কার ইস্টবেঙ্গলের

আইএসএল ২০২৪-২৫: ডার্বি ম্যাচে মহমেডানকে হারিয়ে সান্ত্বনা পুরস্কার ইস্টবেঙ্গলের

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি: ৩ (নাওরেম মহেশ সিং, সউল ক্রেসপো, ডেভিড লাললানসাঙ্গা) মহমেডান এসসি: ১ (কার্লোস ফ্রাঙ্কা)

কলকাতা: এ বারের আইএসএল প্রায় শেষের মুখে। কোন দল শিল্ড জয় করবে, কোন কোন দল প্লে অফ-এ খেলবে, তা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। এ সবের কোনো জায়গাতেই যে তাঁদের প্রিয় দল নেই, তা জানেন ইস্টবেঙ্গল ও মহমেডানের সমর্থকরা। তাঁদের প্রিয় দল লিগ টেবিলের একেবারে শেষের দিকে রয়েছে। মহমেডান রয়েছে একেবারে নীচে, ত্রয়োদশ স্থানে আর ইস্টবেঙ্গল রয়েছে একাদশ স্থানে।

তবু ডার্বি ম্যাচ বলে কথা, ফুটবলপ্রেমীদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও, দু’ দলের সমর্থকদের কাছে তো সম্মান রক্ষার লড়াই। সেই লড়াইয়ে মাত করল ইস্টবেঙ্গল এফসি। রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে সাদা-কালো বাহিনীকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ বাহিনী। এই ম্যাচের পরে ২০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করল ইস্টবেঙ্গল আর মহমেডানের থাকল ২০ ম্যাচ থেকে ১১ পয়েন্ট। লিগ টেবিলে দুই দলেরই স্থান অপরিবর্তিত থাকল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে ১-০

খেলার ফলে কিন্তু বোঝা যাবে না, দুই দলের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়েছিল। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের ২৭ মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের অনবদ্য গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মহেশকে লক্ষ্য করে মাপা পাস বাড়ান বিষ্ণু। মহেশ কঠিন কোণ থেকে মহমেডানের গোল লক্ষ্য করে বাঁ পায়ে যে জোরালো শট নেন, তা আটকানো সম্ভব হয়নি গোলকিপারের পক্ষে। প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ১-০ ফলে।

জয়ের পরে উচ্ছ্বাস। ছবি: সঞ্জয় হাজরা।

দ্বিতীয়ার্ধে ফল দাঁড়াল ৩-১

দ্বিতীয়ার্ধে দুই দল সমানে সমানে লড়াই চালিয়ে যেতে থাকে। আর এর ফল পায় দুই দলই। ম্যাচের ৬৫ মিনিটে ইস্টবেঙ্গলের এগিয়ে থাকার ব্যবধান বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো। বক্সের মাঝখানে থাকা ক্রেসপোকে লক্ষ্য ক্রস পাঠান মেসি বৌলি। সেই ক্রস পেয়ে ডান পায়ের নিচু শটে মহমেডানের গোলের বাঁ দিকের কোণ দিয়ে জালে জড়িয়ে দেন ক্রেসপো।

তিন মিনিট পরেই ব্যবধান কমান মহমেডানের ব্রাজিলীয় স্ট্রাইকার কার্লোস ফ্রাঙ্কা। সাময়িক ভাবে ছন্দ হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সুযোগে বাংলার স্ট্রাইকার রব হাঁসদা নিখুঁত পাস বাড়ান ফ্রাঙ্কোর উদ্দেশে। ফ্রাঙ্কো নিচু শটে ইস্টবেঙ্গলের গোলকিপারকে পরাস্ত করেন। ইস্টবেঙ্গলের চূড়ান্ত গোলটি আসে ম্যাচের ৮৯ মিনিটে। ডেভিড লাললানসাঙ্গার গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়ে যায় ইস্টবেঙ্গল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।